সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। করলে না সুবিধা থেকে বঞ্চিত হতে হবে। স্কুল পরিদর্শনে গিয়ে ডিএ-র দাবিতে আন্দোলনরত শিক্ষকদের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের সুরে হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার।
মঙ্গলবার মুর্শিদাবাদের কান্দির ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনের যান বিধায়ক। স্কুলে শিক্ষকের সংখ্যা ২১ হলেও ওই সময় উপস্থিত ছিলেন ৪ জন। বিধায়ক জানতে চান শিক্ষকরা কোথায় গিয়েছেন। তাঁর সই করে চলে গিয়েছেন শুনে চোটপাট শুরু করেন তিনি।
বিধায়ক অনুমান করেন ডিএ আন্দোলনে সামিল হতে শিক্ষকরা চলে গিয়েছেন। এর পর স্কুলে সহকারী প্রধান শিক্ষক গোপীগোপাল সাহাকে বলেন, 'সরকারের পিন্ডি চটকালে নিয়ম মাফিক ডিউটি করতে হবে। কোনও রকম বাড়তি সুবিধা পাওয়া যাবে না।'
সহকারী প্রধান শিক্ষক জানিয়েছেন, মঙ্গলবার স্কুল ছুটি ছিল। তাই অনেকে এসে সই করে চলে গিয়েছেন। তিনি বলেন,'আমি ওঁদের যেতে বারণ করেছিলাম। তা সত্ত্বে শিক্ষকরা চলে গিয়েছেন। এখন বিধায়ক জানতে চেয়েছেন কেন শিক্ষকরা নেই। আমি ওই শিক্ষকদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব।'
ডিএ-র দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের এভাবে ধমক দিতে দেখা দিয়েছিল উদয়ন গুহকে। এবার তাঁর পথে কান্দির বিধায়ক অপূর্ব সরকার।