মালদায় বিবস্ত্র করে মারধরের ঘটনায় জেলা পুলিশের এক আধিকারিককে তীব্র ভর্ৎসনা করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। মঙ্গলবার মালদার পাকুয়াহাটে আক্রান্ত ২ মহিলার সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে হাজির জেলার ডেপুটি পুলিশ সুপার আজাহারউদ্দিন খানকে তীব্র ভর্ৎসনা করেন রেখা শর্মা। প্রশ্ন করেন, আপনারা কি পুতুল?
এদিন পাকুয়াহাটে নির্যাতিতাদের সঙ্গে দেখা করে ফেরার সময় রেখা শর্মা আজাহারউদ্দিন খানকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা কি পুতুল? আপনারা তদন্ত করেন না? ছ’দিন ধরে যখন ২ জন জেলবন্দি ছিলেন তখন আপনারা কেন বুঝতে পারলেন না যে ভুল লোককে গ্রেফতার করেছেন? যিনি গ্রেফতার করেছিলেন তাঁকে কি গ্রেফতার করেছেন?’
জবাবে ওই পুলিশ আধিকারিক বলেন, ‘এই ঘটনায় যে সমস্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে।’
এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেখা শর্মা বলেন, ‘ওই ২ মহিলার বিরুদ্ধে দাঙ্গা করার অভিযোগ আনা হয়েছে। ওই ২ মহিলা কি দাঙ্গা করতে পারেন? এটা তো দেখলেই বোঝা যায়। ওদের কথায় কে ভাঙচুর করতে আসবে? পুলিশের যখন ওদের পাশে দাঁড়ানোর দরকার ছিল তা না করে পুলিশ ওদের গ্রেফতার করেছে। আমি দরকার হলে এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে যাব।’
এদিন ঘটনাস্থলে যান রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরাও। এই নিয়ে রেখাদেবী বলেন, গতকাল আমি পাঁচলা গিয়েছিলাম। ওরা আমার পিছন পিছন সেখানে গিয়েছিলেন। আজ আবার পিছন পিছন এখানে এসেছেন। এতদিন ওদের সময় হয়নি। যাই হোক আমি ওদের পথ দেখাচ্ছি। এটা ভেবে ভালো লাগছে।