এমন ছবি কতদিন আগে দেখেছে বাংলা তা নিয়ে বিতর্ক হতেই পারে। সরকারি হাসপাতালের আউটডোরে অন্য়ান্য রোগীদের সঙ্গে লাইন দিয়ে চিকিৎসক দেখালেন রাজ্য়ের এক মন্ত্রী। এই ছবি দেখে অনেকের তো একেবারে ভিড়মি খাওয়ার জোগাড়। যিনি এভাবে চিকিৎসক দেখালেন তিনি আর কেউ নন, দূর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার।
গত কয়েকদিনের প্রচন্ড গরমে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন। সেকারণেই তিনি মহকুমা হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। কিন্তু তিনি ভিআইপি হিসাবে সকলের আগে চিকিৎসক দেখাতেই পারতেন। কিন্তু সেটা তিনি করেননি। তিনি অন্যান্য রোগীদের পেছনেই লাইন দেন। সেখানেই লাইন দিয়ে দাঁড়িয়ে তিনি চিকিৎসক দেখান।
চিকিৎসক তাঁর প্রেসার মেপে প্রয়োজনীয় ওষুধ দেন। তিনি বলেন, আমার খুব আশ্চর্য লাগল চারজন আমার কাছে এসেছিলেন। তারা গোটা ভারতে চিকিৎসা করিয়ে প্রায় বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন কলকাতার কোনও হাসপাতালে দেখাতে চাইলেন। কাল রাত থেকে শরীরটা অসুস্থ ছিল। রোদে গরমে কিছু সমস্যা হচ্ছিল। অনেকে পরামর্শ দিলেন ডাক্তার দেখাতে। সরকারি হাসপাতালে সাধারণ রোগীর মতো করে দেখালাম। আমার অভিজ্ঞতা অত্যন্ত ভালো। প্রশাসনিক স্তর থেকে আমায় বলা হয়েছিল প্রয়োজনীয় ব্যবস্থা করার। কিন্তু আমি সবিনয়ে প্রত্যাখ্যান করেছি। আমি অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য় এসেছি। সাধারণ মানুষের ধারনাটা বদল করার দরকার। চিকিৎসার নাম করে কেন দেশ ভ্রমণে যাবেন ! সর্বস্বান্ত হয়ে তারপর সরকারি হাসপাতালে আসছেন। আগেই আসুন সরকারি হাসপাতালে । আপনাদের নিজেদের রাস্তা তো খোলাই আছে। সেই সুবিধাটা নিন।
আউটডোরে লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করালেন মন্ত্রী। এই ছবি দেখে ভিড়মি খেয়েছেন অনেকেই। বাসিন্দাদের একাংশের মতে, শাসকদলের নেতা মন্ত্রীদের এভাবে সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসা করাতে দেখা যায় না। আর কখনও যদি তাঁরা সরকারি হাসাপাতালে আসেন তবে তাদের জন্য থাকে বিশেষ ব্যবস্থা। সাধারণত বিপুল অর্থ খরচ করে তারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করান । তবে এদিনের ছবি নিঃসন্দেহে অন্য়রকম।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup