তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিধায়কের বাড়ি ঘেরাও করলেন দলেরই নেতা-কর্মীরা। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙা ১ নম্বর ব্লকের ঘটনা। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেছেন বিধায়ক হাসানুজ্জামান। পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি।
বেলডাঙা ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি বনতোষ ঘোষের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের গুচ্ছ গুচ্ছ অভিযোগ। তাঁদের দাবি, দলের কর্মসূচিতে যোগ দেন না ব্লক সভাপতি। পঞ্চায়েতের সমস্ত প্রকল্প থেকে কাটমানি নেন। এমনকী পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়ার জন্য টাকা তোলা শুরু করে দিয়েছেন তিনি।
এই অভিযোগে শনিবার প্রথমে পথ অবরোধ করেন তৃণমূল নেতা কর্মীরা। পরে বিধায়ক হাসানুজ্জামানের বাড়ি ঘেরাও করেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, ব্লক সভাপতির কাজ কর্মে এলাকায় তৃণমূলের জনপ্রিয়তা কমছে। অবিলম্বে এই ব্লক সভাপতিকে অপসারণ করতে হবে। এই দাবিতে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলকর্মীরা।
বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন বিধায়ক হাসানুজ্জামান। তিনি জানান, উচ্চতর নেতৃত্বকে দলের নেতাকর্মীদের অভিযোগের কথা জানাবেন তিনি। আশ্বাস পেয়ে বিক্ষোভ প্রত্যাহার করেন তৃণমূল নেতা কর্মীরা। তবে বনতোষকে সরানো না হলে আরও বড় আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।