শব্দবিধি মেনে নবদ্বীপের রাস উৎসবে বাজানো যাবে মিউজিক সিস্টেম। পুলিশের নির্দেশ খারিজ করে গিয়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
২৭ নভেম্বর নবদ্বীপে রাস উৎসব। রাসের শোভাযাত্রা উপলক্ষে তীব্র আওয়াজে গান বাজানো হয়। তা নিয়ে প্রতিবাদ জানায় এলাকার পরিবেশপ্রেমীরা। এ ব্যাপারে মানুষকে সতর্ক করতে একটি হাতে লেখা লিফলেটও বিলি করেন থানা আইসি। হাই কোর্ট আইসি-এর এই সতর্কর্বাতা খারিজ করে দিয়েছে।
আদালতে মামলাকারীর দাবি ছিল, পুলিশের এই সতর্কবার্তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। তাই তিনি পুলিশের নির্দেশ খারিজ করার করার জন্য আদালতের দ্বারস্থ হন।
বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ পুলিশে নির্দেশ খারিজ করে দিয়ে বলেছে, শব্দবিধি মেনে নবদ্বীপে রাসের সভাযাত্রা বার করতে হবে।
(পড়তে পারেন। আদালত অবমাননা মামলায় সশরীরে হাজিরা রাজীব সিনহার, সময় মিলল উত্তর দেওয়ার)
পুলিশের লিফলেটে আরও বলা হয়েছিল প্রতিটি পুজো কমিটিতে তিন থেকে চারজন অংশ নিতে পারবেন। আদলত অবশ্য এই নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করেনি।
নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে চরম উদ্দীপনা লক্ষ্য করা যায়। শুধু জেলা নয় অন্যান্য যায়গা থেকেও বহু মানুষ এখানে রাস দেখতে আসেন। রাস উপলক্ষে শোভাযাত্রাগুলিতে প্রচুর জনসমাগম হয়। তবে তা নিয়ন্ত্রণে আনতে হিসশিম খেতে হয় পুলিশকে। তাই এবার তা নিয়ন্ত্রণে পুলিশ শোভায় অংশগ্রহণকারীর সংখ্যায় রাশ টানছে।