বাড়ি করেছেন, প্রোটেকশন মানি দিতে হবে। দাবি না মানায় এক শিক্ষকের বাড়ি ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূল কাউন্সিলরের চ্যালা চামুন্ডাদের বিরুদ্ধে। ঘটনা উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের। স্থানীয় কাউন্সিলর হিমাংশু দেব অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার পর থেকে আতঙ্কিত গোটা পরিবার। খড়দা থানায় ঘটনার কথা জানানো হয়েছে বলে পরিবার সূত্রে খবর।
আক্রান্ত শিক্ষক সোমনাথ সরদার জানিয়েছেন, সম্প্রতি পানিহাটি পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় একটি বাড়ি করেছেন তিনি। সেই বাড়ি তৈরির জন্য তাঁর ৫ লক্ষ টাকা প্রোটেকশন মানি চান স্থানীয় কাউন্সিলর হিমাংশু দেব। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন তিনি। এর জেরে শুক্রবার তাঁর পৈত্রিক বাড়িতে হানা দেয় হিমাংশুর পোষা গুন্ডারা। জোর করে বাড়িতে ঢুকে সারা বাড়ি তন্ন তন্ন করে সোমনাথবাবুকে খুঁজতে থাকে তারা। যদিও তখন বাড়িতে ছিলেন না তিনি।
সোমনাথবাবুকে না পেয়ে তাঁর পরিবারের সদস্যদের হুমকি দেয় গুন্ডারা। বলে, সোমনাথবাবু দেখা না করলে তাঁর ভাইদের মারধর করবে তারা। পরিবারের সদস্যরা পুলিশে অভিযোগ করার হুঁশিয়ারি দিলে পুলিশের নাম করে গালাগালি দিতে থাকে দুষ্কৃতীরা।
পালটা হিমাংশুবাবুর দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন শিক্ষক। বরং সোমনাথবাবুই তাঁর কাছ থেকে ১ লক্ষ টাকা ধার নিয়ে শোধ করছেন না। এমনকী তিনি স্থানীয় এক বৃদ্ধার কাছ থেকে ক্লাবের নাম করে ৫ লক্ষ টাকা নিয়েছেন বলে দাবি কাউন্সিলরের।
ঘটনায় শিক্ষকের পাশে দাঁড়িয়েছে বিজেপি। তাদের প্রশ্ন, ‘সোমনাথবাবু কার কাছ থেকে কত টাকা নিয়েছেন সেটা কাউন্সিলর জানলেন কী করে? সেই টাকার ভাগ নিতেই কি উনি সোমনাথবাবুর বাড়ি গুন্ডা পাঠিয়েছিলেন?’