রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যকে বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়করা। বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার ওশিয়ানিয়া মহাদেশের অন্যতম দ্বীপরাষ্ট্র পাপুয়া - নিউ গিনিকে আফ্রিকায় পাঠিয়ে দিলেন তিনিই। সোমবার ডায়মন্ড হারবারা লোকসভা কেন্দ্রের জুলপিয়ায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু যে দাবি করছেন তার সঙ্গে বিশ্ব মানচিত্রের কোনও মিল খুঁজে পাচ্ছেন না ভূগোলের অধ্যাপকরাও।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসস্তি গাইতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, ‘নরেন্দ্র মোদীজি যখন বিদেশে যান, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার তাঁকে মিস্টার বস বলে সম্মোধন করেন। পাপুয়া - নিউ গিনির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। পাপুয়া - নিউ গিনির রাষ্ট্রপ্রধানকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করে মোদীজির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কেন? তিনি বলেন, মোদীজি তাঁর নিজের দেশের মানুষকে ২২৫ কোটি ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার পরেও পৃথিবীর ৫৫টা দেশকে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দিয়েছেন। তার মধ্যে পাপুয়া - নিউ গিনিও ছিল। তিনি আফ্রিকার এই ছোট্ট দেশটার কয়েক লক্ষ মানুষকে এই মানুষটি বাঁচিয়েছেন। বিনামূল্যে ভারতীয় চিকিৎসাবিজ্ঞানীদের আবিষ্কার করা করোনার ভ্যাকসিন প্রদান করে’।
কিন্তু মানচিত্র বলছে, পাপুয়া - নিউ গিনি ওশিয়ানিয়া মহাদেশের উত্তরতম দেশ। এই দ্বীপরাষ্ট্রে মূলত জনজাতিদের বাস। পৃথিবীর সব থেকে সুরক্ষিত নিরক্ষীয় বনাঞ্চল রয়েছে এই দেশে। যার জন্য এই দেশটি জীব বৈচিত্রেও গোটা বিশ্বে অন্যতম হট স্পট। সেই পাপুয়া - নিউ গিনি কী করে গোটা ভারত মহাসাগর পেরিয়ে আফ্রিকায় চলে গেল বুঝতে পারছেন না ভূগোলের অধ্যাপকরাও।