মিঠাই ধারাবাহিক দিয়ে হাজার-হাজার ভক্তের মনে জায়গা করে নিয়েছিলেন সৌমিতৃষা কুণ্ডু। ছোটপর্দার জার্নিটা আরও বছরখানেক আগে শুরু হলেও, এত ভালোবাসা আগে পাননি। মিঠাই শেষ হতে না হতেই, তিনি পেয়ে গেলেন দেবের নায়িকা হওয়ার অফার। প্রধান ছবি দিয়ে পা রাখলেন বড় পর্দায়। তবে ডিসেম্বরে প্রধান আসার পর, নিজের পরের ছবির ঘোষণা করে দিলেন মাসখানেকের মধ্যেই।
সৌমিতৃষা আগেই জানিয়েছিলেন, এখনই আর ছোট পর্দায় ফেরার কোনও ইচ্ছেই তাঁর নেই। বরং, সিনেমার দুনিয়াতেই নিজের পায়ের তলার মাটি শক্ত করতে চান। দ্বিতীয় ছবিতে, অভিনেত্রীর নায়ক হলেন সৌরভ দাস। আর সিনেমার নাম '১০-ই জুন'।
ছবিতে দেখা যাবে একদিন বাড়িতে একা মিতালি। হঠাৎই বাজে বাড়ির বেল। আর দরজা খুলতেই দেখা যায়, হাজির হয়েছে এক খুনি। পুলিশের হাত থেকে বাঁচতে সে আশ্রয় নিয়েছে মিতালির বাড়িতেই। বন্দুক নিয়ে সে ভয় দেখায়। মেরে ফেলার হুমকি দেয় মিতালিকে। প্রথমদিকে বেশ ভয় পেয়ে যায় মেয়েটি। তবে পরে সামলে নেন। ধীরে ধীরে প্রশ্ন করতে থাকে সেই খুনিকে। কেন সে খুনটা করল, তাও জানতে চায়। ধীরে ধীরে সবটা স্পষ্ট হয় দর্শকের কাছে।
আরও পড়ুন: কনসার্টে জলের বোতল ছোঁড়া হল সুনিধির দিকে! রাগে থমকে গিয়েও, গায়িকা কীভাবে সামলান সবটা
এদিকে, মিতালি কেন এত প্রশ্ন করছে, তা নিয়েও প্রশ্ন দানা বাঁধে খুনির মনে। এসব কিছুর সঙ্গে কি কোথাও গিয়ে জড়িয়ে আছে ‘১০ জুন’ তারিখটি? তা জানা যাবে অবশ্য, ছবি মুক্তির পরে।
দ্বিতীয় ছবির খবর ইনস্টাগ্রামে ভাগ করে নিলেন সৌমিতৃষা নিজেই। লিখলেন, ‘হে পরিবার! আপনাদের সকলের আশীর্বাদ চাই’।
আরও পড়ুন: বিরাটের লাকি চার্ম! ৩ মাসের অকায়কে ফেলেই আইপিএলে অনুষ্কা, কেমন দেখতে হল তাঁকে

গত কয়েকমাস ধরেই জল্পনা চলছিল সৌমিতৃষার পরের প্রোজেক্ট নিয়ে। প্রধানে তাঁর করা রুমির চরিত্রটি বেশ পছন্দ হয় দর্শকদের। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল।
আরও পড়ুন: বনশালির হীরামান্ডিতে ওরাল সেক্স শেখর সুমনের! অভিনেতা বললেন, ‘আপনি অভিযোগ করতে পারবেন না…’
এদিকে, সৌমিতৃষা কুণ্ডু চর্চায় রয়েছেন তাঁর ‘মিঠাই-প্রাক্তন’ আদৃত রায়ের বিয়ের খবর নিয়ে। ৯ মে বিয়ে আদৃত আর কৌশাম্বির। কদিন আগেই দেখা যায়, রিউনিয়ান হল মিঠাই টিমের। যেখানে পুরো কাস্ট হাজির থাকলেও, ছিলেন না সৌমিতৃষা। যা দেখে নিন্দকদের মনে প্রশ্ন, ছোট পর্দার সঙ্গে কি ছোট পর্দায় কাজ করা অভিনেত্রীদের সঙ্গেও সম্পর্ক ছেদ করেছেন দর্শকদের আদরের মিঠাই-রানি।