বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাজু ঝা খুনে ব্যবহৃত গাড়ির খাতায় কলমে মালিক পাটুলির বৃদ্ধা, কী বললেন তাঁর ছেলে?

রাজু ঝা খুনে ব্যবহৃত গাড়ির খাতায় কলমে মালিক পাটুলির বৃদ্ধা, কী বললেন তাঁর ছেলে?

রাজু ঝার খুনে ব্যবহৃত গাড়ি। 

প্রবীণা শাশ্বতীদেবীর ছেলে সোহম চক্রবর্তী জানিয়েছেন ২০১৭ সালে আমরা গাড়িটা কিনি। ৫ বছর ব্যবহারের পর ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কার দেখো নামে একটি একটি অনলাইন গাড়ি - কেনাবেচা সংস্থাকে আমরা গাড়িটা বিক্রি করে দিই। গাড়ির দাম বাবদ ১০ হাজার টাকা বাদ দিয়ে বাকি সব টাকায় চুকিয়ে দিয়েছে সংস্থা।

রাজু ঝা খুনে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের সন্ধান পাওয়া গেল কলকাতা লাগোয়া পাটুলিতে। পাটুলির বাসিন্দা বৃদ্ধা শাশ্বতী চক্রবর্তী গাড়িটি গত সেপ্টেম্বরে একটি অনলাইন গাড়ি কেনা - বেচা সংস্থাকে বিক্রি করে দেন বলে জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় ওই গাড়িতে করে এসেই শক্তিগড়ে রাজু ঝাকে লক্ষ্য করে গুলি চালায় আততায়ীরা। তার পর জামালপুরে রেল স্টেশনের কাছে গাড়িটি ফেলে পালায় তারা।

প্রবীণা শাশ্বতীদেবীর ছেলে সোহম চক্রবর্তী জানিয়েছেন ২০১৭ সালে আমরা গাড়িটা কিনি। ৫ বছর ব্যবহারের পর ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর কার দেখো নামে একটি একটি অনলাইন গাড়ি - কেনাবেচা সংস্থাকে আমরা গাড়িটা বিক্রি করে দিই। গাড়ির দাম বাবদ ১০ হাজার টাকা বাদ দিয়ে বাকি সব টাকায় চুকিয়ে দিয়েছে সংস্থা। সংস্থার তরফে জানানো হয়েছিল সরাসরি ক্রেতাকে নামে গাড়িটি নথিভুক্ত করা হবে। তাই মালিকানা বদল হতে কিছু সময় লাগবে। সেজন্য নির্ধারিত মূল্যের ১০ হাজার টাকা বকেয়াও রেখেছিল তারা। কিন্তু এখনও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ফলে বকেয়া টাকাও পাইনি। ফলে খাতায় কলমে গাড়ি এখনো মায়ের নামে।

একই সঙ্গে তিনি বলেন, আমি গাড়ি বিক্রির যাবতীয় নথি ও ইমেলের প্রতিলিপি পুলিশকে দিয়েছি। টাকা যে বাকি রয়েছে সেটাও জানিয়েছি। ঘটনাটি শুনে খারাপ লাগছে। কিন্তু এই ধরণের ঘটনা রুখতে সরকারের নীতি প্রণয়ন করা উচিত। নইলে যে কেউ এই ধরণের গাড়ি কিনে তা অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে।

তিনি বলেন, গাড়ি নিয়ে যাওয়ার পর থেকে আমার সঙ্গে সংস্থার তরফে কেউ যোগাযোগ করেনি। আমি সংস্থার প্রতিনিধির সঙ্গে একবার যোগাযোগ করার চেষ্টা করি। কিন্তু ফোনে তাঁকে পাইনি।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

‘আরও বাচ্চা চাই…’, রাহাতেই সন্তুষ্ট নন রণবীর-আলিয়া, শীঘ্রই দিদি হবে রাহা? মুখ্যমন্ত্রীর সঙ্গে ঝগড়া, রাগে বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন অজিত পাওয়ার: রিপোর্ট দু একটা মৃত্যু চাইছে সরকার, জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে বিস্ফোরক অভিজিৎ গাঙ্গুলি জীবন শাস্তি দেয় না,শেখায়! আমার পরীক্ষা শেষই হচ্ছে না! জন্মদিনেও আবেগঘন হার্দিক.. স্ত্রী ২ থেকে সরফিরা, পুজোর সপ্তাহে হলের ভিড় এড়িয়ে ঘরে বসে দেখুন এই সব ছবি 'আমিই ঢং করি!' মুখ্যমন্ত্রীর দেওয়া শাড়িতে সেজে জমিয়ে পোজ সৌমিতৃষার, কেমন লাগল? 'নবরাত্রির সময় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছে বিজেপি...' বোলিংয়ের সময় গম্ভীরের কোন টোটকায় সাফল্য পান নীতীশ? ম্যাচ জিতে রহস্য ফাঁস তারকার… ঢাক বাজছে চড়াম চড়াম, মেয়েকে নিয়ে গ্রামের পুজোয় কেষ্ট, দিলেন না অঞ্জলি দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.