রাম নবমীর মিছিলে হামলা পরবর্তী হিংসার ২ দিন পর স্বাভাবিক হওয়ার পথে হুগলির রিষড়ার জনজীবন। বুধবার বেলা বাড়তে হিংসা কবলিত এলাকায় একে একে দোকানপাট খুলতে শুরু করেছে। স্বাভাবিক যান ও ট্রেন চলাচল।
গত রবিবার রামনবমীর মিছিলের উপরে হামলার পর থেকে অশান্ত হয়ে ওঠে রিষড়া শহরের একাংশ। দফায় দফায় চলে হামলা, বোমাবাজি, ইট বৃষ্টি। সোমবার রাতে শহরের ৪ নম্বর রেলগেট এলাকায় ট্রেন লক্ষ্য করে ইট ছোড়া হয়। যার জেরে গভীর রাতে ৩ ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। দাঙ্গাকারীদের হঠাতে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। মঙ্গলবার ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। তার পর থেকে নতুন করে অশান্তি হয়নি রিষড়ায়।
বুধবার সকাল থেকেই স্বাভাবিক হতে শুরু করে রিষড়ার পরিস্থিতি। ধীরে ধীরে দোকান খুলতে শুরু করেন ব্যবসায়ীরা। সাধারণ মানুষরাও পথে বেরোন। এরই মধ্যে গ্রিন ভলান্টিয়ার্স নামে একদল যুবক এলাকায় শান্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়ে লিফলেট বিলি শুরু করেন। অশান্তি রুখতে এখনো এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পিকেট করেছে আরপিএফও।