SSKM-এর মতো সাইলেন্স জোনে পুলিশি নিরাপত্তা বাড়ি থেকে মাইক এনে কী করে দেড় ঘণ্টা সাংবাদিক বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শনিবার এই প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি কটাক্ষ করে বলেন, পিজিটাকে বাড়ির আড্ডাখানা বানিয়েছে পিসি আর ভাইপো।
এদিন অভিষেককে আক্রমণ করে শুভেন্দুবাবু বলেন, ‘SSKM একটা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। সেই সাইলেন্স জোনে দাঁড়িয়ে পুলিশের ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় দেড় ঘণ্টার সাংবাদিক সম্মেলন চলে কী ভাবে? মাইক বাড়ি থেকে নিয়ে গিয়ে উনি সাংবাদিক বৈঠক করেছেন। আইপিএসরা পিছনে চাকরের মতো দাঁড়িয়ে আছে। কিছুদিন আগে মমতা ব্যানার্জি চোর হরিকৃষ্ণ দ্বিবেদীর জন্মদিন পালন করেছে পিজিতে গিয়ে। পিজিটাকে নিজের বাড়ির আড্ডাখানা বানিয়েছে পিসি আর ভাইপো’।
শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরে রাজনৈতিক সংঘর্ষে আহত তৃণমূল কর্মীদের দেখতে SSKM হাসপাতালে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে হাসপাতাল চত্বরে লাউড স্পিকার বাজিয়ে দীর্ঘ দেড় ঘণ্টা সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি শুভেন্দু অধিকারীর পাশাপাশি আক্রমণ করেন বিচারব্যবস্থাকে। বিচারব্যবস্থার একাংশ বিজেপিকে মদত দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকী নাম করে আক্রমণ করেন বিচারপতি রাজশেখর মান্থাকে।