আবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাড়িতে পুলিশ এল। তিন সদস্যের পুলিশের টিম প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর পূর্বিতার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য ঢোকে। আজ, বুধবার সেখানে উপস্থিত রয়েছেন শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়। আজ দুটি মামলায় জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সূত্রের খবর, শান্তিনিকেতন ট্রাস্টের জায়গায় ফলক বসানো, মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ–সহ নানা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আজ দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করল শান্তিনিকেতন থানার পুলিশ। প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে ছ’টি মামলা রয়েছে শান্তিনিকেতন থানায়।
এদিকে তাঁর নানা কাণ্ডকারখানায় সবাই তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। তাই বিশ্বভারতীয় উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হতেই সেইসব অভিযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে পুলিশ। তবে কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচ নিয়ে রাখায় আপাতত খানিকটা স্বস্তিতে আছেন প্রাক্তন উপাচার্য। বিদ্যুৎ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশকে নির্ধারিত সময় বেঁধে দিয়েছে আদালত। তাই নির্ধারিত সময়ের মধ্যেই জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে তাঁকে। এমনকী বিশ্বভারতীর এই বাসভবনে গিয়েই জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে পুলিশকে। এই বাসভবনে থাকার কথা নয় বিদ্যুৎ চক্রবর্তীর। কারণ তাঁর কার্যকাল ফুরিয়ে গিয়েছে।
অন্যদিকে এই পূর্বিতায় থাকা নিয়ে এখন শুরু হয়েছে নানা সময়ে বিক্ষোভ। যদিও বিশ্বভারতী কর্তৃপক্ষকে ৩০ নভেম্বর পর্যন্ত এখানেই থাকতে চেয়ে আবেদন করেছেন বিদ্যুৎ চক্রবর্তী। ফলক কাণ্ড–সহ আরও পাঁচটি মামলায় আজ জিজ্ঞাসাবাদ করতে এসেছে পুলিশ। গত সোমবারও বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনে যায় শান্তিনিকেতন থানার পুলিশ। ভিডিয়ো করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রশ্নোত্তর পর্বের গোটাটাই ভিডিয়ো রেকর্ডিং করা হয়। লিখিত আকারেও নেওয়া হয় তাঁর বয়ান। পরে তাতে সই করানো হয় বিদ্যুৎ চক্রবর্তীকে দিয়ে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে থাকার সময় বারবার নানা বিতর্কে জড়িয়েছেন বিদ্যুৎ চক্রবর্তী।
আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন ইডির অফিসাররা, জ্যোতিপ্রিয়কে নিয়েই ভাবনা
এছাড়া কখনও তাঁর বক্তব্য নিয়ে বিতর্ক হয়েছে। আবার কখনও কোনও কাজ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন প্রাক্তন উপাচার্য। তারই মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বিদ্যুতের মেয়াদ শেষ হয়ে যায়। কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিককে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য পদের মেয়াদ শেষেই ১৪ নভেম্বর বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নোটিশ দেয়। তিনি হাজিরা না দিয়ে কলকাতা হাইকোর্টে গিয়ে রক্ষাকবচ নেন। তারপর পূর্বিতায় যায় শান্তিনিকেতন থানার পুলিশ।