বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মাধ্যমিক পরীক্ষার জন্য জেলায় সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী, বিশেষ ব্যবস্থাও থাকছে

মাধ্যমিক পরীক্ষার জন্য জেলায় সভা বাতিল করলেন মুখ্যমন্ত্রী, বিশেষ ব্যবস্থাও থাকছে

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(ANI Photo)

ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর ছিল। পুরুলিয়াতেও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু সেসব এখন বাতিল থাকছে। ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে নিজের কর্মসূচি বাতিল করা, বাসের ব্যবস্থা এবং পরীক্ষা কেন্দ্রে রুম হিটারের ব্যবস্থায় খুশি অভিভাবকরা।

রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষা। আর তাই নিজের কর্মসূচি বাতিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রী জানালেন, মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যায় ফেলে তিনিও কোনও কর্মসূচি করবেন না। আবার ঠাণ্ডায় কাঁপছে পাহাড়। তাই পরীক্ষার্থীদের কথা ভেবে এবার উত্তরবঙ্গের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে রুম হিটার রাখার ব্যবস্থা করা হচ্ছে। আগে কোনও বছর এমনটা হয়নি। কারণ পরীক্ষা গরমকালে হতো। এবার পরীক্ষা এগিয়ে এসেছে। তাই পরিবেশে এখন শীত। সেক্ষেত্রে পরীক্ষার্থীরা ঠাণ্ডায় কেঁপে যেতে পারে। তাই রুম হিটার।

এদিকে বালুরঘাট সার্কিট হাউস থেকে হেলিকপ্টারে মালদার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পরীক্ষা চলাকালীন কাউকে বিরক্ত করব না। তাই ৬–৭ তারিখে আমার বাঁকুড়া ও পুরুলিয়ার কর্মসূচি বাতিল করলাম। বৃহস্পতিবার শান্তিপুর স্টেডিয়াম হয়ে চলে যাব। আমার রাস্তায় কর্মসূচি থাকবে না।’ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে বীরভূমে রাহুল গান্ধীর পদযাত্রার অনুমতি দেয়নি জেলা প্রশাসন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্তকেই যেন মান্যতা দিলেন নিজের কর্মসূচি বাতিল করে।

অন্যদিকে পাহাড়ের পরীক্ষার্থীদের পাশাপাশি বনাঞ্চলের পরীক্ষার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তিনি কলকাতায় আম্বেদকর মূর্তির সামনে ধরনায় বসবেন। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আম্বেদকরের মূর্তির সামনে একটিও স্কুল নেই। ওখানে আমরা শুধু বক্স বাজাব, মাইক বাজাব না।’ সরস্বতী পুজোর পর জেলার কর্মসূচি আবার করবেন বলে কৃষ্ণনগরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘‌জীবনের প্রথম বড় পরীক্ষা। তাই পরীক্ষায় বসার আগে পড়ুয়াদের মানসিক ও শারীরিক অবস্থার চাঙ্গা থাকাটা জরুরি। পরীক্ষার্থীরা যাতে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে পারে তার জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। বনাঞ্চলের পরীক্ষার্থীদের বাসে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে বন দফতর। পাহাড়ের পরীক্ষার হলগুলিতে রুম হিটারের ব্যবস্থা রাখা হবে।’‌

আরও পড়ুন:‌ সিম কার্ড তুলে মোটা টাকায় নম্বর পাচার পাকিস্তানে, হোয়াটসঅ্যাপকে চিঠি এসটিএফের

এছাড়া ফেব্রুয়ারি মাসের শুরুতে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর ছিল। প্রশাসনিক সভা করে সরকারি সুবিধা দেওয়ার কথা হয়েছিল। পুরুলিয়াতেও প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু সেসব এখন বাতিল থাকছে। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেখানে নিজের কর্মসূচি বাতিল করা, বাসের ব্যবস্থা এবং পরীক্ষা কেন্দ্রে রুম হিটারের ব্যবস্থার কথা প্রকাশ্যে আসায় খুশি অভিভাবকরা। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘সব দল মিছিল–মিটিং করতেই পারে। তবে মনে রাখবেন, ২ তারিখ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে। তার পরে উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, হাইমাদ্রাসা, আলিম, ফাজিল, আইসিএসই, সিবিএসই। তাই রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। ঢাকা জায়গায় মিটিং করতে পারেন বক্স লাগিয়ে।’

বাংলার মুখ খবর

Latest News

মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল ১০০ কোটি টাকা বেতনের আইআইটি গ্র্যাজুয়েটকে বরখাস্ত করলেন ইলন মাস্ক, এবার নিজের এআই ফার্ম খুললেন ইলন মাস্ক ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল একের পর এক 'ফোল্ডার', সত্যি সন্দীপের ল্যাপটপ থেকে মিলেছে নাকি 'ওসব'? সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১২ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.