Firhad Hakim Meeting on Cyclone Sitrang: সিত্রাং মোকাবিলার ছক কষতে উপকূলবর্তী পুরসভাগুলিকে নিয়ে বৈঠক করলেন ফিরহাদ হাকিম
Updated: 22 Oct 2022, 08:32 AM IST firhad hakim, cyclone sitrange, cyclone sitrang latest update, kolkata municipal corporation, কালকাতা পুরসভা, ফিরহাদ হাকিম, ঘূর্ণিঝড় সিত্রাং Abhijit Chowdhury 22 Oct 2022ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে মঙ্গলবার ঘণ্টায় সর্... more
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জেরে মঙ্গলবার ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাংলার ৩ উপকূলবর্তী জেলায়। এই আবহে দুর্যোগ নিয়ে ফিরহাদ হাকিমকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ পেয়েই কলকাতা পুরসভায় সবকটি বিভাগের কর্তা এবং আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন ফিরহাদ হাকিম। রাজ্যের উপকূলবর্তী পুরসভাগুলিকে নিয়েও শুক্রবার বৈঠক করেন ফিরহাদ।
পরবর্তী ফটো গ্যালারি