বাংলা নিউজ > ক্রিকেট > Sanjiv Goenka's chat with KL Rahul: 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের

Sanjiv Goenka's chat with KL Rahul: 'এগুলো সব ড্রেসিংরুমে করুন', রাহুলকে 'ঝাড়' দিতে দেখে গোয়েঙ্কাকে পরামর্শ স্মিথের

কেএল রাহুলের সঙ্গে সঞ্জীয় গোয়েঙ্কা। (ছবি সৌজন্যে এক্স)

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জাজনক হারের মুখে পড়েছে লখনউ সুপার জায়ান্টস। ২০ ওভারে যেখানে ১৬৫ রান তোলে লখনউ, সেটা ৯.৪ ওভারেই তুলে ফেলে সানরাইজার্স। আর তারপরই কেএল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার আলোচনার ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।

দল যে শুধু হেরেছে, তা নয়। সানরাইজার্স হায়দরাবাদের সামনে বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি তাঁর দল লখনউ সুপার জায়ান্টস। প্রথমে ব্যাট করে তাঁর দল যেখানে ২০ ওভারে ১৬৫ রান তুলেছিল, সেখানে ৯.৪ ওভারেই বিনা উইকেটে সেই রানটা তুলে ফেলে সানরাইজার্স। আর সেই চরম লজ্জার হারটা মাঠে বসে চোখের সামনে দেখতে হয়েছে সঞ্জীব গোয়েঙ্কাকে। সম্ভবত লজ্জার থেকেও বেশি বিরক্ত হয়েছেন। যা ম্যাচের পরে তাঁর অভিব্যক্তিতে ধরা পড়ছিল। সেইসময় লখনউয়ের অধিনায়ক কেএল রাহুল এবং কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে তাঁর কথোপকথনের একাধিক ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে নেটিজেনদের অনুমান, চরম বিরক্তি প্রকাশ করেছেন গোয়েঙ্কা। আর রাহুলের মুখচোখ দেখে মনে হচ্ছিল যে গোয়েঙ্কার ‘বকুনি’ খেয়ে প্রায় কেঁদেই ফেলবেন তিনি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্রেট লি তো সরাসরি বলে দেন যে রাহুলকে তুলোধোনা করছেন লখনউয়ের মালিকরা।

আরও পড়ুন: IPL 2024: কোহলির এটা বলা উচিত হয়নি- বিরাট-গাভাসকর তরজায় নাক গলালেন ওয়াসিম আক্রম

যদিও গোয়েঙ্কা আদতে ম্যাচের পরে রাহুলদের কী বলছিলেন, তা স্পষ্ট নয়। কিন্তু নেটিজেনদের মতে, লখনউয়ে ক্যাপ্টেন রাহুলের ভবিষ্যৎ খুব একটা সুরক্ষিত নয়। এমনিতে এই মরশুমটা ভালো কাটছে না লখনউয়ের। কিন্তু বুধবার হায়দরাবাদে যা হল, তা লখনউয়ের ইতিহাসে একটা কলঙ্কিত অধ্যায় হিসেবে থেকে গেল। আর সেজন্য লখনউয়ের মালিকরা যে অত্যন্ত অখুশি হয়েছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই মাইক হেসেনের। যদিও গ্রেম স্মিথের মতে, ‘বন্ধ ঘরের মধ্যে এই আলোচনাটা হওয়া উচিত। এখন এত ক্যামেরা থাকে, যে কোনও বিষয় নজর এড়িয়ে যাবে না।’

আরও পড়ুন: IPL 2024: সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয় এবং ১০ ওভারে সর্বোচ্চ রান- দুই ক্ষেত্রেই DC-এর নজির গুঁড়িয়ে নতুন রেকর্ড SRH-এর

কিন্তু গোয়েঙ্কার অভিব্যক্তি কীরকম ছিল, যে নেটিজেন ও বিশেষজ্ঞরা সেই কথা বলছেন?

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে যে মুখোমুখি দাঁড়িয়ে আছেন গোয়েঙ্কা এবং রাহুল। মাথা নীচু করে দাঁড়িয়ে আছেন লখনউয়ের ক্যাপ্টেন। হাত নাড়িয়ে-নাড়িয়ে তুমুল উত্তেজিতভাবে কিছু বলছেন। মাঝেমাঝে মাথা তুলে দেখতে থাকেন রাহুল। তিনি একটা সময় কিছু বলতে থাকেন। কিন্তু তাতেও গোয়েঙ্কার উত্তেজিত অঙ্গভঙ্গি থামেনি। হাত নাড়িয়ে কিছু বলতে থাকেন রাহুলকে।

নেটিজেনদের প্রতিক্রিয়া

গোয়েঙ্কার সেই আচরণে তুমুল চটেছে নেটপাড়ার একাংশ। এক নেটিজেন বলেন, 'লখনউ সুপার জায়ান্টসের মালিক যে আচরণ করলেন, সেটা একেবারে জঘন্য। এতগুলি বাজে মরশুমের পরেও কখনও সানরাইজার্স হায়দরাবাদের ম্যানেজমেন্টকে মাঠে দেখিনি বা ড্রেসিংরুমের ধারেকাছেও দেখিনি। তারপরও নাক গলানোর জন্য বারবার সমালোচিত হয়েছে। শুধু এটা দেখুন। কেএল রাহুল, দয়া করে দলটা ছেড়ে দিন।'

আরও পড়ুন: SRH vs LSG, IPL 2024: ১০ ওভারের মধ্যে ১৬০-এর উপর রান তাড়া করে জয়, ইতিহাস লিখে লখনউকে হারাল হায়দরাবাদ, আশা শেষ MI-এর

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

ICCতে জয় শাহ এফেক্ট! পাকিস্তান থেকে সরতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি! ভাবনায় ৩ দেশ… রোহিতের মতোই ‘ইনটেন্ট’ দেখিয়েই লঙ্কাকে দুরমুশ হরমনদেন, চোট নিয়ে দিলেন ভালো খবর ডাক্তাররা বললেন 'বৈঠক নিষ্ফলা', কিছু পরেই 'দাবি মেনে নেওয়ার' বার্তা মুখ্যসচিবের ষষ্ঠীর রাতে স্বাস্থ্য ভবনের বৈঠকে কী এমন হল যে ক্ষোভে ফুঁসছেন জুনিয়র ডাক্তাররা? ‘ভারতের সবচেয়ে মূল্যবান মানুষ’ রতন টাটা প্রয়াত! শোকবার্তা সলমন-অনুষ্কাদের ‘আমি দেখতে চেয়েছিলাম, ওরা কেমন’, দলগত সংহতিতে বাংলাদেশকে হারিয়ে স্বস্তিতে সূর্য… বিশ্বে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম! বিরাট-স্মিথদের পিছনে ফেলে অনন্য নজির জো রুটের ধনু-মকর-কুম্ভ-মীনের মহাসপ্তমী কেমন কাটবে? জানুন রাশিফল বৃহস্পতিতে ১০ জেলায় সতর্কতা জারি, কলকাতায় কখন বৃষ্টি নামবে? পরে আরও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে মহাসপ্তমী? জানুন রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.