বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বারো ঘণ্টা পর খোঁজ পাওয়া গেল নিখোঁজ ৩ টেট আন্দোলনকারীর

বারো ঘণ্টা পর খোঁজ পাওয়া গেল নিখোঁজ ৩ টেট আন্দোলনকারীর

টেট আন্দোলনকারী অর্ণব ঘোষ। (Hindustan Times)

সন্ধান পাওয়া গিয়েছে অচিন্ত্য সামন্ত, অচিন্ত্য ধাড়া ও অর্ণব ঘোষের। শুক্রবার দুপুরে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার রাতের পুলিশি অভিযানের পর থেকে নিখোঁজ ২০১৪ টেট আন্দোলনকারীদের ৩ নেতার অবশেষে খোঁজ পাওয়া গেল। সন্ধান পাওয়া গিয়েছে অচিন্ত্য সামন্ত, অচিন্ত্য ধাড়া ও অর্ণব ঘোষের। শুক্রবার দুপুরে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার মধ্যরাতে বিধাননগরের করুণাময়ীতে ২০১৪ টেট আন্দোলনকারীদের অনশনস্থলে অভিযান চালায় পুলিশ। টেনে হিঁচড়ে অনশনকারীদের তোলা হয় অ্যাম্বুল্যান্সে। অন্য আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলেন পুলিশকর্মীরা। প্রায় ১ ঘণ্টা ধরে চলে অভিযান। তার পর থেকেই টেট আন্দোলনকারীদের ৩ নেতার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অন্যান্য আন্দোলনকারীরা। আশঙ্কা প্রকাশ করে জানান, পুলিশই ওদের তুলে নিয়ে গিয়ে গুম করে দিয়েছে।

সরকারি কর্মীকে বেঁধে রাখা হল রেললাইনে, ট্রেনে কাটা গেল পা, কেতুগ্রামে শিহরণ

এই নিয়ে উদ্বেগের স্বর শোনা যায়, ঘটনাস্থলে হাজির রাজনৈতিক নেতাদের মুখেও। সকাল থেকে বিভিন্ন সূত্রে শুরু হয় খোঁজ খবর। কিন্তু অচিন্ত্য সামন্ত, অচিন্ত্য ধাড়া ও অর্ণব ঘোষের খোঁজ পাওয়া যায়নি। বেলা বাড়লে আন্দোলনকারীদের তরফে অবশেষে জানানো হয়, অবশেষে নিখোঁজ ৩ চাকরিপ্রার্থীর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে। তবে তারা কোথায় রয়েছেন তা এখনো জানা যায়নি।

 

বন্ধ করুন