অবশেষে দেখা হল জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর জেলবন্দি মেয়ে সুকন্যা মণ্ডলের। শনিবার দুপুরে দিল্লির তিহাড় জেলে সাক্ষাৎ হয় তাঁদের। দীর্ঘদিন পর পরস্পরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা ও মেয়ে। মেয়েকে দেখেই অনুব্রত প্রশ্ন করেন, কেন হাজিরা দিতে এলি রুবাই।
ইডি হেফাজত শেষে মেয়ে সুকন্যা দিল্লির তিহাড় জেলে বন্দি হতেই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেন অনুব্রত। একথা জানিয়ে আদালতে আবেদন করেন তিনি। কিন্তু আদালতের তরফে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়। এর পর জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন অনুব্রত। সেই আবেদন মঞ্জুর করে তিহাড় কর্তৃপক্ষ। শনিবার বিকেলে জেলের নিয়ম মেনে কথা হয় ২ জনের।
এদিন পরস্পরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা ও মেয়ে। চোখের জল আটকাতে পারেননি তাঁরা। কোনও রকমে সামলে নিয়ে অনুব্রত মেয়েকে প্রশ্ন করেন, কেন ইডির দফতরে হাজিরা দিতে এলি রুবাই? এর পর ঘটনাক্রম অনুব্রতকে বুঝিয়ে বলেন সুকন্যা। ২ জনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়। এর পর দুজনই দুজনের শরীরের খেয়াল রাখতে বলেন। সঙ্গে আইনি লড়াইয়ের ব্যাপারেও কথা হয় তাদের মধ্যে।
এদিন বাবা ও মেয়ের সাক্ষাতের সময় পরিবেশ ছিল অত্যন্ত গুরুগম্ভীর। ঘরে কারারক্ষীরা ছাড়া আর কেউ ছিলেন না। চলতি সপ্তাহেই অনুব্রতর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। তাতে একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে ইডি দাবি করেছে, তাঁর কারবারে মেয়ে সুকন্যাও যুক্ত ছিল বলে স্বীকার করেছেন অনুব্রত।