সিপিএমের বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির প্রাক্তন চেয়ারম্যান বাসুদেব আচারিয়ার আজ জীবনাবসান হল। আজ, সোমবার দুপুরে হায়দরাবাদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই রাজনীতিবিদের বয়স হয়েছিল ৮১ বছর। তেলঙ্গানার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। বহুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই প্রবীণ সিপিএম নেতা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য ছিলেন বাসুদেব আচারিয়া। দলীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন বাসুদেববাবু।
এদিকে ১৯৪২ সালের ১১ জুলাই পুরুলিয়ায় জন্মগ্রহণ করেন বাসুদেব আচারিয়া। আর সেখানেই পড়াশোনা শুরু হয় তাঁর। ছাত্র বয়সে বামপন্থী আন্দোলনে যুক্ত হয়ে পড়েন তিনি। আদিবাসীদের নানা আন্দোলন এবং স্বাক্ষরতা অভিযানে বাসুদেব আচারিয়ার অন্যতম ভূমিকা রয়েছে। ১৯৮০ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ নির্বাচিত হন বাসুদেব আচারিয়া। ২০১৪ সাল পর্যন্ত সেখানকার সাংসদ ছিলেন তিনিই। রেলের শ্রমিক আন্দোলনেরও প্রধান নেতা ছিলেন বাসুদেব আচারিয়া। তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী মুনমুন সেনের কাছে হেরে যান তিনি।
অন্যদিকে সিপিএমের সংসদীয় দলের নেতাও ছিলেন বাসুদেব আচারিয়া। কিছুদিন আগে পর্যন্ত দলের কর্মসূচিতে দেখা গিয়েছিল তাঁকে। দলীয় সূত্রে খবর, গত ৪ সেপ্টেম্বর তারিখে আসানসোল জেলা গ্রন্থাগারের সংহতি মঞ্চে বামপন্থী বিমা কর্মচারিদের একটি সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাসুদেব আচারিয়া। বক্তব্য রাখার কিছু আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন থেকে অসুস্থতা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। ১৯৮০ সালের নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে সিপিএম প্রার্থী করতে চেয়েছিল বিমান বসুকে। কিন্তু তৎকালীন রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্তকে বিমান বসু জানান, তিনি সংগঠনের কাজ করতে চান। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নয়। তখন বিমান বসুকেই ভার দেওয়া হয়েছিল বাঁকুড়ার প্রার্থী খোঁজার। বাসুদেব আচারিয়াকে খুঁজে বের করেছিলেন এখনকার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুই।
আরও পড়ুন: সরকারি জমি থেকে সেগুন কাঠ ভ্যানিশ হয়ে যাচ্ছে, কারা কেটে নিয়ে যাচ্ছে রাতে?
আর আজ তিনি প্রয়াত হলেন। একদা সংসদে ঝড় তোলা নেতার জীবনাবসান হওয়ায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। এই ঘটনায় সিপিএম একটি ফেসবুক পোস্ট করেছে। সেখানে বাসুদেব আচারিয়ার ছবি দিয়ে জীবনের বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। আর সংবাদমাধ্যমে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বাসুদেব আচারিয়ার এক কন্যা বিদেশে থাকেন। তাঁর সেকেন্দ্রাবাদে পৌঁছতে মঙ্গলবার হয়ে যাবে। তাই সেখানেই প্রয়াত নেতার শেষকৃত্য সম্পন্ন হবে।