টলিউডের অন্দরে এখন কান পাতলেই শোনা যায় শোলাঙ্কি রায় এবং সোহম মজুমদারের প্রেম চর্চা। তাঁরা নাকি চুপি চুপি প্রেম করছেন। যদিও তাঁরা দুজনেই এই বিষয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। কিন্তু সম্প্রতি মুম্বইতে অতি উত্তম ছবিটি স্পেশ্যাল স্ক্রিনিংয়ে তাঁদের পাশাপাশি দেখে সেই চর্চা আরও বেড়েছে। এবার নিজেই একটি পোস্ট করে এই চর্চায় যেন ঘৃতাহুতি দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন : 'কোনও সরকারই আলোচনার ঊর্ধ্বে নয়...' নির্বাচনের আগে চাঁচাছোলা সৌমিতৃষা, ভোট দেওয়ার আগে কী মনে রাখতে বললেন?
কী পোস্ট করেছেন শোলাঙ্কি?
এদিন শোলাঙ্কি রায় তবে রান্নার একটি রেসিপি শেয়ার করেন। তিনি জানান সাধারণ বাঙালি মাছের ঝোলে কীভাবে তিনি একটি মাত্র উপাদান যোগ করে আলাদা করে তোলেন।
আরও পড়ুন : সাবার জন্মদিনে ফাটাফাটি আয়োজন সোহা - সইফ - করিনাদের, পিসির বার্থডেতে হুল্লোড় ইব্রাহিম - তৈমুর - ইনায়াদের
সেই রান্নার রেসিপি ভাগ করে নিতে গিয়ে অভিনেত্রী লেখেন, 'ওরা বলে একজন পুরুষের মনের রাস্তা পেট হয়েই যায়।' আর এই লাইন দেখেই অনেকেই জিজ্ঞেস করছেন তবে কি তাঁর হাতের রান্না খেয়েই প্রেমে পড়েছেন সোহম? না না বিষয়টা সেটা নয়। অভিনেত্রী তাঁর পোস্টেই বিস্তারিত ভাবে বিষয়টা জানিয়েছেন।
আরও পড়ুন : পরাগের সমস্ত সত্যির উপর দিয়ে এবার পর্দা সরাবে শিমুল! জানতে পারবে মিথ্যের নেপথ্যে থাকা কারণ?
আরও পড়ুন : দেখার মতো সঞ্জয় লীলার 'ডায়মন্ড বাজার'! রাজকীয় হীরামান্ডি দেখে দর্শকরা বলছেন, 'এটা বড় পর্দাতেই...'
শোলাঙ্কি এদিন তাঁর এই পোস্টে লেখেন, ‘ওরা বলে একজন পুরুষের মনের রাস্তা পেট হয়েই যায়। আসলে আমার মনে হয় এই কথাটা পুরুষ মহিলা নির্বিশেষে সমস্ত বাঙালিদের ক্ষেত্রেই প্রযোজ্য। আমি যেমন খেতে ভালোবাসি তেমনই রান্না করতে ভালোবাসি। আমার জন্য রান্না করা কেবল একটা কাজ নয়। এটা বরং একটা ক্রিয়েটিভ প্রসেস। এই কাজটা করলে আমার মন, আত্মা, শরীরে এনার্জি পাই।’
একই সঙ্গে এই পোস্টেই শোলাঙ্কি লেখেন, 'আমার এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। এই যেমন এই রেসিপিটা ধরুন। একটা সাধারণ বাঙালি মাছের ঝোল, কিন্তু আমি এটা এখন বানাচ্ছি কারি পাতা দিয়ে। সাধারণত বাঙালি রান্নায় কারি পাতা দেওয়া হয় না। কিন্তু আমি টুইস্টের জন্য দিই। এটা আমার খুবই ভালো লাগে।'