রাজ্যপালের বিরুদ্ধে কুকথা বলে এবার কি দলের মধ্যেই চাপের মুখে অখিল গিরি? বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবাবু বলেন, ‘এটা আমি মোটেও ভালো ভাবে নিইনি।’
সোমবার মন্ত্রিসভা থেকে অখিল গিরির অপসারণ চেয়ে রাজ্যপালের কাছে চিঠি দেন শুভেন্দু। সেই চিঠি সোশ্যাল সাইটে পোস্ট করে সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন বিরোধী দলনেতা। তাতে রাজ্যের কারামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘সিভি আনন্দ বোসের ব্যাপারটা আমরা জানি না না কি? কেন কুণাল ঘোষের পুজো উদ্বোধন করতে গেছো আমরা জানি না না কি? হোয়াটসঅ্যাপে কী আছে তোমার? তুমি কেন মুখ্যমন্ত্রীকে ডেকেছো ১০ তারিখে আমরা জানি না? তোমার তদন্ত আমরা ধরব। ছাড় পাবে না আমাদের কাছে। আমাদেরও IB আছে। আমাদেরও ফাইল রেডি’।
এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্যপালের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করার কী কারণ আছে! এটা না করলেই ভাল হত। আমি এটা ভালো ভাবে নিইনি এটুকু বলতে পারি।’ তবে এব্যাপারে তিনি কোনও পদক্ষেপ করবেন না বলেও বুঝিয়ে দিয়েছেন স্পিকার।
এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে ভর্ৎসনার মুখে পড়েছিলেন অখিলবাবু। দল তাঁকে সতর্ক করেছিল। এবার রাজ্যপালের বিরুদ্ধে আপত্তিকর কথা বলার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। আর সেই অভিযোগে অখিলের পাশে নেই বিমান বন্দ্যোপাধ্যায়। এব্যাপারে যদিও তৃণমূলের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।