পঞ্চায়েত নির্বাচনে হিংসা কবলিত বসিরহাট পরিদর্শনের পর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। বৃহস্পতিবার সকালে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সেরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের প্রধান রবিশংকর প্রসাদ বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা ও অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিশ্চিত করতে হবে। রাজ্যপালের কাছে আমরা এই আবেদন জানিয়েছি।
রাজ্যে পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার কলকাতা পৌঁছেছে কেন্দ্রীয় বিজেপির ৫ সদস্যের পর্যবেক্ষক দল। এদিন কলকাতায় কলকাতায় রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন দলের সদস্যরা। এর পর রবিশংকর প্রসাদ বলেন, ‘রাজ্যপালের সঙ্গে দেখা করে আবেদন করেছি, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া যেখানে হামলা হয়েছে সেখানে পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। প্রয়োজন মনে হলে আপনি সেই সব জায়গা পরিদর্শন করুন। কোথাও তো বিচার হওয়া উচিত। মমতার রাজ্যে সুবিচারের আবেদন জানানোর সুযোগও শেষ হয়ে গিয়েছে। পুলিশ আক্রান্তদের সুবিচার দিতে চায় না, প্রশাসন শোনে না। এরা সবাই ওনার সরকারের অপরাধমূলক আচরণের সামিল হয়ে পড়েছে। এটা খুবই দুর্ভাগ্যের’।
তিনি বলেন, ‘যেখানে তৃণমূলের সঙ্গে তৃণমূলের সংঘর্ষ চলছে সেখানেও পুলিশ পদক্ষেপ করছে না। আমরা এটা রাজ্যপালকে জানিয়েছি। রাজ্যপাল কী করবেন সেটা আমি বলতে পারব না। কিন্তু আমরা এখানকার মানুষের যন্ত্রণার কথা তুলে ধরেছি’।
এদিন বসিরহাটের হিংসা কবলিত এলাকা পরিদর্শন করে প্রতিনিধিদল। রাজভবন থেকে বেরিয়ে ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।