সমবায় দুর্নীতি মামলায় জোর ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী। কারণ তাঁর আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এমনকী শুভেন্দু অধিকারীর এই মামলা করার এক্তিয়ার নেই বলে জানিয়ে দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চ। সুতরাং আজ, বৃহস্পতিবার পঞ্চমী দিনে সাফল্য এল না তাঁর। হলদিয়ার বিদ্যাসাগর কো–অপারেটিভ ব্যাঙ্কের প্যানেল নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন শুভেন্দু অধিকারী। কিন্তু বিরোধী দলনেতার ওই মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
এদিকে আজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহরায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে গিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে মামলা করার কোনও এক্তিয়ার নেই শুভেন্দু অধিকারীর। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার বিদ্যাসাগর কো–অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগ প্যানেল নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা। এই সমবায় বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মামলার আবেদনে শুভেন্দু অধিকারী দাবি, প্যানেলের বাইরে থেকে বেশ কিছু প্রার্থী নেওয়া হয়েছিল। এমনকী তাঁদের অবৈধভাবে চাকরি দেওয়া হয়। চেয়ারম্যান হিসাবে তখন তিনি সেটা জানতেন না।
অন্যদিকে আদালত সূত্রে খবর, বিআরপতি সব দেখে শুনে প্রশ্ন তোলেন, শুভেন্দু কীভাবে মামলা করলেন? কারণ যেখানে তিনি নিজেই নিয়োগে অংশগ্রহণকারী ছিলেন না। সেখানে শুভেন্দু অধিকারীর মামলা করার কোনও এক্তিয়ার নেই। আর তারপরই ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেয়। আর তাতেই জোর ধাক্কা খান নন্দীগ্রামের বিধায়ক। আগেও তিনি একাধিক মামলা করেছিলেন। সবগুলি যে ধোপে টিকেছে এমন নয়। কয়েকটিতে সাফল্য পেলেও ব্যর্থতার সংখ্যাই বেশি। দুর্গাপুজোর প্রাক্কালে এটা বড় সেটব্যাক ধরা হচ্ছে।
আরও পড়ুন: কলকাতা পুরসভাকে ৫০০ কোটি দিচ্ছে কেন্দ্রীয় সরকার, দুর্গাপুজোর পর কাজ শুরু
আর কী জানা যাচ্ছে? এদিন আদালতে শুভেন্দু অধিকারীর অভিযোগ, সংশ্লিষ্ট সমবায়ের ওই নিয়োগে দুর্নীতি হয়েছে। প্যানেলের বাইরে থেকে অনেক প্রার্থীকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছে। তাই এই মামলা দায়ের করেন তিনি। যদিও ওই মামলায় কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ, শুভেন্দু অধিকারী নিজে ওই নিয়োগে অংশগ্রহণকারী ছিলেন না। সুতরাং তাঁর মামলা করার এক্তিয়ার নেই। সওয়াল–জবাব শোনার পর ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীর আনা সমবায় দুর্নীতির মামলা খারিজ করে দেয়।