সায়েন্স সিটির বৈঠকে উপস্থিত ছিলেন। কিন্তু নিউটাউনের বৈঠকে অনুপস্থিত থাকলেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা কেন বৈঠকে হাজির হলেন না? বঙ্গ–বিজেপির অন্দরেই এই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। এই নিয়ে নানা গুঞ্জন তৈরি হলেও বিরোধী দলনেতা তা ভেঙে দেননি। এই প্রথম তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেন শুভেন্দু। তার সঙ্গে কোর কমিটির ২৪ জন সদস্যের মধ্যে অনুপস্থিত আরও ৬ জন। শুভেন্দু কি কোণঠাসা হয়ে পড়ছেন? জেপি নড্ডার বৈঠকে অনুপস্থিত থাকার পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে।
এদিকে লোকসভা নির্বাচনকে এখন সামনে রেখেই সমস্ত আলোচনা শুরু হয়েছে। তাই কলকাতা সফরে এসে দফায় দফায় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। বিকালে একপ্রস্থ বৈঠক হয়। তারপর আবার রাতে বিজেপির কোর কমিটির বৈঠক বসে। যেখানে মধ্যমণি ছিলেন জেপি নড্ডা। আর সেই বৈঠকেই অনুপস্থিত থাকলেন রাজ্যের বিরোধী দলনেতা। অনুপস্থিত থাকলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনশল। অথচ জেপি নড্ডা–সহ শীর্ষ নেতাদের পাশে বসে ঠিক তার আগের বৈঠকে সংগঠন মজবুত করা নিয়ে দলীয় নেতাদের তুমুল সমালোচনা করেন শুভেন্দু।
কারা ঠিক অনুপস্থিত ছিলেন? অন্যদিকে রাতের ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সুনীল বনসল, নিশীথ প্রামাণিক, জন বারলা, জ্যোতির্ময় সিং মাহাত এবং দেবশ্রী চৌধুরী। এই বৈঠক চলে রাত সাড়ে দশটা পর্যন্ত। এমনকী কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতি রাজ বৈঠকেও অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। যেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আজ, রবিবার যে বৈঠক আছে সেখানে শুভেন্দু অধিকারী যোগ দেবেন বলে জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: মাইলফলক স্পর্শ করল মমতার কন্যাশ্রী, স্কুলছুটের হার কমিয়ে কত কোটি খরচ?
আর কী জানা যাচ্ছে? নন্দীগ্রামের বিধায়কের অনুপস্থিতি নিয়ে যখন জলঘোলা হতে শুরু করে তখন ড্যামেজ কন্ট্রোলে নামেন বিজেপির নেতারা। প্রথমে বিষয়টি এড়িয়ে রবিবারের বৈঠকে তাঁর উপস্থিত থাকার কথা আগাম জানিয়ে দেন সুকান্ত মজুমদার। তারপর বিষয়টি ধামাচাপা দিতে রাহুল সিনহা সাংবাদিকদের বলেন, ‘শুভেন্দু অধিকারী সব বৈঠকেই থাকেন। বিকালেও ছিলেন এবং ভাষণও দিয়েছেন। এই বৈঠকে পৌঁছতে পারেননি। সেটার কারণ জেনে নেব।’ আজ, রবিবার নিউটাউনের ওই হোটেলেই বঙ্গ–বিজেপির সাংসদ–বিধায়কদের নিয়ে জেপি নড্ডার বৈঠক আছে। সেই বৈঠকে শুভেন্দু অধিকারী থাকেন কিনা সেটাই এখন দেখার।