কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চূড়ান্ত উদ্যোগ শুরু করল ED. সেজন্য সুজয়কৃষ্ণের শরীরিক অবস্থা জানতে SSKM হাসপাতালের সুপারকে তলব করল ED. বুধবার তাঁর বিধাননগরের CGO কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা থাকলেও সশরীরে হাজিরা দেননি তিনি। বদলে ইমেলে ইডি আধিকারিকদের প্রয়োজনীয় নথি পাঠিয়েছেন তিনি।
সূত্রের খবর, দু’-এক দিনের মধ্যেই সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চলেছে ইডি। তার আগে তাঁর শারীরিক অবস্থা জানতে চেয়ে SSKM হাসপাতালের সুপারকে তলব করেছিলেন তদন্তকারীরা। কিন্তু বুধবার হাজিরা দেননি সুপার। বরং যাবতীয় নথি ইডিকে ইমেল করেছেন তিনি।
সূত্রের খবর, ইডি জানতে চায় কী সমস্যা নিয়ে গত অগাস্টে SSKM হাসপাতালে ভর্তি হয়েছিলেন সুজয়কৃষ্ণ? কী চিকিৎসা হয়েছে তাঁর? আর এখন তাঁর কী সমস্যা রয়েছে? ইমেলে নথি পেয়ে সেই নথি খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারীরা।
সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে ২ সপ্তাহ আগে জোকা ESI হাসপাতালকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁরা সুজয়কৃষ্ণকে পরীক্ষা করে সিদ্ধান্ত নেবেন, তিনি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার মতো শারীরিক অবস্থায় রয়েছেন কি না। সূত্রের খবর, সেই সব পর্ব মিটিয়ে এই সপ্তাহেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় ED. সেজন্য CFSLএর বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলছেন তাঁরা।
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালীঘাটের কাকুই দুর্নীতিতে অভিযুক্তদের সঙ্গে অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের যোগসূত্র বলে মনে করছেন তদন্তকারীরা।