একক বেঞ্চ নয়, ২০১৬ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবার থেকে শুনবে ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এক অন্তবর্তী নির্দেশে জানাল সুপ্রিম কোর্ট।
মামলাকারী মৌটুসি রায় জানিয়েছেন, প্রাথমিক নিয়োগ মামলায় বিভিন্ন রকম রায় দিচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চ। তাই তিনি একক বেঞ্চ থেকে মামলা সরনোর জন্য আবেদন জানান। সেই আবেদনের প্রেক্ষিতে শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে মামলা শুনবে ডিভিশন বেঞ্চ।
প্রসঙ্গত, ২০১৪ সালে টেটের ভিত্তিতে নিয়োগ হয় ২০১৬ সালে। প্রাথমিক শিক্ষক পদে চাকরি পান ৪২ হাজার ৯৪৯ জন। কিন্তু এই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। মামলাটি এখনও কলকাতা হাইকোর্টে চলছে।
পড়ুন। ‘প্রধান বিচারপতিকে বলুন’, বিচারপতি গাঙ্গুলির মন্তব্য জানাতেই এজিকে বলল বেঞ্চ
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ সালের চাকরীপ্রার্থীদের নাম রোল নম্বর-সহ প্যানেল প্রকাশের নির্দেশ দেন। সেই প্যানেল প্রকাশের নির্দেশ নিয়ে বিস্তর জল ঘোলাও হয়। প্রথম দিকে পর্ষদ প্যানেল প্রকাশে রাজি হয়নি।
সেই সময় ইডি-র তদন্তকারী অফিসারকে সরিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন,'তদন্তের অগ্রগতি নিয়ে আমরা সন্দেহ হচ্ছে। আমি একটা গন্ধ পাচ্ছি। যাঁরা আদালতে ঘরে এবং বাইরে আছেন বা অনলাইন আছেন। তারা বুঝতে পারছেন সবটা ঠিক নয়'। সঙ্গে ইডি-কে প্রশ্ন, 'চাপে পড়ে গিয়েছেন? অনেক কাজের চাপ? এর থেকে মুক্তি চাইছেন'?
পড়ন। বারের ভোটে হুমকি! মামলার আবেদন, শুনে হতবাক বিচারপতি
আদালতের এই নির্দেশের ফলে, বিচারপতি অমৃতা সিনহা বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আর ২০১৬ ও ২০২০ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি হবে না। আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি। ততদিন পর্যন্ত এই মামলা শুনানি হবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। প্রাথমিকের এই মামলায় প্রায় ৫৮ হাজার শিক্ষকের ভাগ্য জড়িত রয়েছে।