স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে রাজ্যবাসী চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাচ্ছেন বেসরকারি হাসপাতালে। এবার রাজ্যজুড়ে চালু হতে চলেছে নিখরচায় হাইটেক অ্যাম্বুলেন্স পরিষেবা। এই খবর প্রকাশ্যে আসতেই মানুষের কৌতূহল চরমে পৌঁছেছে। অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্বলিত এইসব অ্যাম্বুলেন্স যেন ‘মিনি হাসপাতাল’। এটা রাজ্যের মানুষের স্বার্থে নিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা, নদিয়া এবং উত্তর ২৪ পরগনা—এই তিন জেলায় দুটি করে এবং বাকি জেলাগুলিতে একটি করে থাকবে এইসব এএলএস অ্যাম্বুলেন্স।
কবে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী? নবান্ন সূত্রে খবর, সবমিলিয়ে এখন ৩০টি অ্যাম্বুলেন্স চালু করা হচ্ছে। পথ দুর্ঘটনাগ্রস্ত এবং গুরুতর অসুস্থদের নিকটবর্তী হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দেবে এই অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অ্যাম্বুলেন্সগুলি। প্রত্যেক জেলা ও স্বাস্থ্যজেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতর থেকে এগুলি পরিচালিত হবে। কলকাতায় পরিচালনা করবে স্বাস্থ্য পরিবহণ শাখা। আগামী ১০ এপ্রিল সোমবার বিকেল ৪টে নাগাদ নবান্ন থেকে পরিষেবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা এক মাস্টারস্ট্রোক বলে মনে করছে স্বাস্থ্য দফতর।
ঠিক কী আছে এই অ্যাম্বুলেন্সে? স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এতে রয়েছে ট্রান্সপোর্ট ভেন্টিলেটর, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, পোর্টেবল সাকশন মেশিন, মনিটর, ডিফিব্রিলেটর, সিরিঞ্জ পাম্প এবং স্পাইন বোর্ডস। এখন কলকাতা–সহ লাগোয়া জেলাগুলিতে পথ দুর্ঘটনা বেড়েছে। আবার অনেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা চাপে পড়ে যান। কি করবেন বুঝতে পারেন না। তাই রাজ্যজুড়ে ৩০টি এএলএস অ্যাম্বুলেন্স চালু করা হচ্ছে। অ্যাম্বুলেন্সের সংখ্যা ধাপে ধাপে আরও বাড়বে বলে জানা গিয়েছে।
আর কী জানা যাচ্ছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে হাইটেক অ্যাম্বুলেন্সগুলির জন্য নিজেদের সাংসদ তহবিল থেকে অর্থসাহায্য করেছেন সাতজন তৃণমূল কংগ্রেস সাংসদ। তাঁরা হলেন— সুখেন্দুশেখর রায়, ডাঃ শান্তনু সেন, দোলা সেন, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, জহর সরকার এবং নাদিমুল হক। সব মিলিয়ে এই অ্যাম্বুলেন্সগুলির জন্য খরচ পড়েছে ১০ কোটি টাকা। বিপদে দূরদূরান্ত থেকে কলকাতায় বা প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে জেলা সদরে আসতে শুধু অ্যাম্বুলেন্স ভাড়া দিতেই রোগীর পকেট থেকে প্রচুর টাকা খরচ হয়। তাই পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই প্রকল্প মাস্টারস্ট্রোক বলে মনে করা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup