আগামী ৭ মার্চই কি কলকাতার তিনটি মেট্রো লাইনের নয়া অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? সেই সম্ভাবনা আরও জোরালো হল। সংশ্লিষ্ট মহলের ধারণা, সেদিন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশ এবং নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশের উদ্বোধন করতে পারবেন মোদী। অর্থাৎ গঙ্গার তলা দিয়ে মেট্রোয় চেপে যাওয়ার যে স্বপ্ন দেখছেন মানুষ, তা সেদিনই পূরণ হতে পারে (সেদিন না হলেও মার্চের দ্বিতীয় সপ্তাহেই)। যদিও বিষয়টি নিয়ে সরকারিভাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
রাজ্য বিজেপি সূত্রে খবর, ৭ মার্চ পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী। সেই সফরে একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচি আছে। তারইমধ্যে মোদী কলকাতার তিন মেট্রো লাইনের তিনটি নয়া অংশের উদ্বোধন করতে পারেন বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। ওই মহলের ধারণা, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগে (যে সময় থেকে আদর্শ আচরণবিধি কার্যকর হবে) ৭ মার্চই সম্ভবত মোদীর শেষ পশ্চিমবঙ্গ সফর হতে চলেছে। তারপর তিনি একাধিকবার রাজ্যে আসলেও আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে। কারণ ২০১৯ সালে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল ১০ মার্চ। এবারও মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদই নির্বাচন কমিশন দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে।
আর তাতেই দুইয়ে দুইয়ে চার করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের বক্তব্য, একাধিকবার ‘ডেডলাইন’ পিছিয়ে গেলেও লোকসভা ভোটের আগেই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশ, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া-রুবি অংশ এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা-মাঝেরহাট অংশের উদ্বোধন দিতে মরিয়া কেন্দ্রীয় সরকার। আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গেলে সেটা আর সম্ভব হবে না। তাই ৭ মার্চই সম্ভবত মোদীর হাত ধরে হাওড়া-এসপ্ল্যানেড, নিউ গড়িয়া-রুবি এব তারাতলা-মাঝেরহাট মেট্রোর যাত্রা শুরু হবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
বিষয়টি নিয়ে মেট্রো কর্তৃপক্ষের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। তবে সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহেই উদ্বোধন ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। এমনিতে ইতিমধ্যে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু করার ছাড়পত্র দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। মাঝেরহাট মেট্রো এবং হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশে পরিদর্শনের পরে কয়েকটি পরামর্শ দিয়েছেন। সেইমতো পদক্ষেপ করেছে মেট্রো কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত ওই দুটি অংশও চূড়ান্ত ছাড়পত্র পেয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য।