কুন্তলের চিঠি মামলায় সিবিআই ও কলকাতা পুলিশের যৌথ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্রীয় সংস্থাটি। বিশেষ সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছে তারা। তাদের দাবি, এই ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ দিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের অবমাননা করেছে নিম্ন আদালত।
হেফাজতে থাকাকালীন ইডি - সিবিআই তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপ দিচ্ছে। এই মর্মে আদালতে অভিযোগ জানিয়েছিলেন বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এমনকী জেলের সুপার মারফৎ হেয়ার স্ট্রিট থানায় এই মর্মে অভিযোগ জানান তিনি। এর পরই বিষয়টি কলকাতা হাইকোর্টে উত্থাপন করে ইডি। বিচারপতি অমৃতা সিনহা ইডি ও সিবিআইকে অভিযোগের সত্যতা খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতে বলেন।
ওদিকে ব্যাঙ্কশাল আদালতে বিশেষ সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায় এই অভিযোগে সিবিআই ও কলকাতা পুলিশের যৌথ তদন্তের নির্দেশ দেয়। নিম্ন আলাদতে গত শুনানিতে কলকাতা পুলিশ অভিযোগ করে, সিবিআই তদন্তে সহযোগিতা করছে না। তারা কুন্তলকে জেলে গিয়ে জেরা করেনি। এর পরই সিবিআইকে চরম ভর্ৎসনা করেন বিচারক।
এর পরই সোমবার নিম্ন আদালতের যৌথ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই। তাদের দাবি, যে মামলায় ইতিমধ্যে হাইকোর্ট সিবিআই – ইডি তদন্তের নির্দেশ দিয়েছে সেখানে নিম্ন আদালত নতুন করে তদন্তের নির্দেশ দিতে পারে কী করে? এই নির্দেশ হাইকোর্টের নির্দেশের অবমাননার সামিল। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলাটির শুনানি হবে।