বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আজ ‘‌জনগর্জন’‌, ৪২ লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করা হবে ব্রিগেড সমাবেশ থেকেই!

আজ ‘‌জনগর্জন’‌, ৪২ লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করা হবে ব্রিগেড সমাবেশ থেকেই!

‘‌জনগর্জন’‌ সভা

ব্রিগেডের মঞ্চ–সহ গোটা ব্যবস্থার মধ্যে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট থাকবে। জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। একটিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়–সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি। তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ–বিধায়করা।

২০১৯ সালের পর ২০২৪। পাঁচ বছর পর আবার ব্রিগেডে সমাবেশ করছে তৃণমূল কংগ্রেস। আজ, রবিবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেড ময়দান প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌জনগর্জন’‌ সভার জন্য। মোদী সরকারকে কার্যত অত্যাচারী ব্রিটিশ এবং জমিদারদের সঙ্গে এক আসনে বসিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিটিশ সাম্রাজ্যের যেমন পতন হয়েছে, তেমন কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত হবে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এটাই পোস্ট করা হয়েছে। আজ, রবিবার লাখ লাখ মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। ‘জমিদার বিজেপি’কে বিসর্জন দেওয়ার ডাকও দেবেন তিনি বলে সূত্রের খবর।

এদিকে ব্রিগেডের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বাংলার ৪২টি আসনের প্রার্থী তালিকা তৈরি হয়ে গিয়েছে। সেই তালিকা এবার ব্রিগেডে কয়েক লক্ষ মানুষের সামনেই প্রকাশ্যে আনবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের কর্মী–সমর্থকরা তাকিয়ে আছেন, লোকসভা নির্বাচনের আগে কী বার্তা দেন নেত্রী ও দলের সেনাপতি তা শোনার জন্য। আজকের সভায় যোগ দিতে ইতিমধ্যেই সব জেলা থেকে মানুষ আসা শুরু করে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকরা গত পাঁচদিন ধরে আছেন। বিভিন্ন জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সেসব জায়গা গিয়ে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:‌ ‘‌কংগ্রেস জিতলে বিজেপির সঙ্গে হাত মেলাবে’‌, সরাসরি তোপ দাগলেন কেরলের মুখ্যমন্ত্রী

অন্যদিকে মোদী সরকারের জমানায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা। একশো দিনের কাজ, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা–সহ একাধিক প্রকল্পে বিপুল পরিমাণ টাকা বকেয়া আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। প্রাপ্য আদায়ের দাবিতে কলকাতা থেকে নয়াদিল্লি পর্যন্ত আন্দোলন করেও লাভ হয়নি। কেন্দ্রের এই বাংলা বিরোধী মনোভাবের প্রতিবাদে তাই ‘জনগর্জন’ করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই দেখা যাবে অভিনব ঘোষণা। কালীঘাটে দলীয় দফতরে সাংবাদিক বৈঠক করেই আগে প্রার্থী তালিকা ঘোষণা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ঘোষণার দু’‌একদিন আগে–পরে প্রার্থী ঘোষণা করা হয়। এবার দুটি রীতিই বদলে প্রকাশ্য জনসভায়, ব্রিগেডের ঐতিহাসিক ময়দান থেকে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস। রাজ্য–রাজনীতি এটা নতুনত্ব।

এছাড়া ব্রিগেডের মঞ্চ–সহ গোটা ব্যবস্থার মধ্যে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট থাকবে। এই জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। একটিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়–সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি। আর তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ–বিধায়করা। ভিন রাজ্যের নেতা–নেত্রীদেরও দেখা যাবে। ‘আচ্ছে দিন’–এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। আর তারপর তিনি বাংলা তথা দেশের মানুষকে যে দুর্দিন উপহার দিয়েছেন সেটার তথ্য ও ছবি ব্রিগেডের মঞ্চে তুলে ধরবে তৃণমূল কংগ্রেস। এখানে যোগদানের ঘটনাও ঘটতে পারে। ৪২টি আসনের প্রার্থীও ঘোষণা হতে পারে।

বাংলার মুখ খবর

Latest News

‘লক্ষ্মী এসেছে…’, দীপিকা মেয়ের জন্মের সুখবর দিতেই যা করলেন প্রাক্তনের বউ আলিয়া! আরজি করের ৮ তলার অব্যবহৃত লিফট ঘিরে এবার তৈরি হচ্ছে রহস্য, বড় দাবি রিপোর্টে কলকাতার নিউটাউনে আকাশছোঁয়া অফিস খুলল JSW, অপূর্ব তার রূপ, বিরাট পরিকল্পনা AIFF-এর বড় উদ্যোগ! টাস্ক ফোর্সের রিপোর্ট পাওয়ার পরেই আই লিগ নিয়ে সিদ্ধান্ত বিপক্ষ দলের হাডলে ঢুকে ‘ব্যোমকেশগিরি’ ঋষভ পন্তের, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো দলেরই সাংসদ পেতেন না মমতার টাইম! কয়েক মাস আলাদাভাবে দেখা হয়নি, দাবি জহরের ‘ধর্ষিতা ও খুন হওয়া মেয়েটি…’! আরজি কর নিয়ে ‘ফোঁস’ কল্যাণের, পালটা আক্রমণ সোহিনীর খাস কলকাতায় মেক আপ শেখানোর প্রতিষ্ঠানে মডেলকে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ জেএনএম থেকে এমবিবিএস পাশ করেন নির্যাতিতা, সেখানের দুর্নীতিতে অভীকের নাম উঠছে!‌ 'অনেকসময় মেয়েরা নিজেরাই আগ্রহী থাকে', অরিন্দম বিতর্কে উলটো সুর শ্রীলেখার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.