ছট পুজো উপলক্ষে দুদিনের ছুটি ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছট উপলক্ষে দুদিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতায় ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে এই ছুটির কথা জানালেন মুখ্যমন্ত্রী।
এদিন ছটপুজোর অনুষ্ঠান উপলক্ষে একাধিক ঘাটে পুজোর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তিনি তক্তাঘাট থেকে দইঘাট পুজোর অনুষ্ঠানে তিনি যোগ দেন। তাঁর সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
ছট অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী এই ছুটি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন, ‘দিল্লি ছুটি দেয় না। আমরা দিই। সব উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও দুদিন ছুটি থাকবে রাজ্যে। সবাই যাতে ভাল করে উৎসব পালন করতে পারেন সে জন্য এই ছুটি।’
রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যান তক্তাঘাটে। সেখানে ছটপুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানা। তিনি নিজেও সূর্য উপাসনা করেন সেটাও জানান সকলকে। প্রসঙ্গত, ছটপুজো মূলত সূর্যকে উপাসনা। ছট পুজোর পাশাপাশি গঙ্গার পবিত্রতা রক্ষার জন্যও আবেদন জানান মুখ্যমন্ত্রী।
(পড়তে পারেন। বাংলার কালীমন্দিরের পাম্প থেকে বের হচ্ছে দুধ? লৌকিক না অলৌকিক? আসল সত্যটা জানুন)
সেখান থেকে তিনি চলে যান বাবুঘাটের লাগোয়া দইঘাটে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন কেন তিনি ছটের অনুষ্ঠানে যোগ দেন।মমতা বল্নে, ‘অনেকে প্রশ্ন করেন কেন আমি ছট পুজোতে আসি। কারণ যাদের এই উৎসব সেই বিহারি ভাই-বোনরা আমার ভাই-বোন। তাঁরা অনেকে বাংলায় থাকেন। সকলেই আমাদের। আমি নিজ সূর্যের উপাসক। রোজ মন্ত্র পড়ে সূর্য প্রণাম জানাই। তাই এই উৎসব আমারও উৎসব। ’ তিনি বলেন, ‘ছটপুজোয় ৩৬ ঘণ্টা উপবাস রেখে এই পুজো করেন মা-বোনেরা। আমিও তাদের সাথ দেওয়ার জন্য কিছু খাইনি। আমার নামে গঙ্গাসাগরেও পুজো হয়।’
কলকাতার ১৩৩ টি জায়গায় ছটপুজোর আয়োজন করা হয়েছে। কৃত্রিম জলাশয়েরও ব্যবস্থা করা হয়েছে। এই ছাড়া সব জায়গাতেই বিপর্যয় মোকাবিলা বাহিনী থাকছে।
এদিন দইঘাটের অনুষ্ঠানে মুখ্মন্ত্রী সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতা পুলিশে কমিশনার বিনীত গোয়েল।