বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘আমরা দিই, দিল্লি দেয় না’,ছটপুজোয় দু’দিনের ছুটি জানিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

‘আমরা দিই, দিল্লি দেয় না’,ছটপুজোয় দু’দিনের ছুটি জানিয়ে কেন্দ্রকে নিশানা মমতার

ছটপুজো উপলক্ষে দইঘাটে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী (ফেসবুক)

এদিন ছটপুজোর অনুষ্ঠান উপলক্ষে একাধিক ঘাটে পুজোর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তিনি তক্তাঘাট থেকে দইঘাট পুজোর অনুষ্ঠানে তিনি যোগ দেন। তাঁর সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

ছট পুজো উপলক্ষে দুদিনের ছুটি ঘোষণা নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছট উপলক্ষে দুদিনের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। কলকাতায় ছটপুজোর অনুষ্ঠানে গিয়ে এই ছুটির কথা জানালেন মুখ্যমন্ত্রী। 

এদিন ছটপুজোর অনুষ্ঠান উপলক্ষে একাধিক ঘাটে পুজোর অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তিনি তক্তাঘাট থেকে দইঘাট পুজোর অনুষ্ঠানে তিনি যোগ দেন। তাঁর সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। 

ছট অনুষ্ঠান মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী এই ছুটি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা করেন। তিনি বলেন, ‘দিল্লি ছুটি দেয় না। আমরা দিই। সব উৎসবে ছুটি দিই। ছটপুজোতেও দুদিন ছুটি থাকবে রাজ্যে। সবাই যাতে ভাল করে উৎসব পালন করতে পারেন সে জন্য এই ছুটি।’

রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে যান তক্তাঘাটে। সেখানে ছটপুজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানা। তিনি নিজেও সূর্য উপাসনা করেন সেটাও জানান সকলকে। প্রসঙ্গত, ছটপুজো মূলত সূর্যকে উপাসনা। ছট পুজোর পাশাপাশি গঙ্গার পবিত্রতা রক্ষার জন্যও আবেদন জানান মুখ্যমন্ত্রী। 

(পড়তে পারেন। বাংলার কালীমন্দিরের পাম্প থেকে বের হচ্ছে দুধ? লৌকিক না অলৌকিক? আসল সত্যটা জানুন

সেখান থেকে তিনি চলে যান বাবুঘাটের লাগোয়া দইঘাটে। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ব্যাখ্যা করেন কেন তিনি ছটের অনুষ্ঠানে যোগ দেন।মমতা বল্নে, ‘অনেকে প্রশ্ন করেন কেন আমি ছট পুজোতে আসি। কারণ যাদের এই উৎসব সেই বিহারি ভাই-বোনরা আমার ভাই-বোন। তাঁরা অনেকে বাংলায় থাকেন। সকলেই আমাদের। আমি নিজ সূর্যের উপাসক। রোজ মন্ত্র পড়ে সূর্য প্রণাম জানাই। তাই এই উৎসব আমারও উৎসব। ’ তিনি বলেন, ‘ছটপুজোয় ৩৬ ঘণ্টা উপবাস রেখে এই পুজো করেন মা-বোনেরা। আমিও তাদের সাথ দেওয়ার জন্য কিছু খাইনি। আমার নামে গঙ্গাসাগরেও পুজো হয়।’

কলকাতার ১৩৩ টি জায়গায় ছটপুজোর আয়োজন করা হয়েছে। কৃত্রিম জলাশয়েরও ব্যবস্থা করা হয়েছে। এই ছাড়া সব জায়গাতেই বিপর্যয় মোকাবিলা বাহিনী থাকছে।

এদিন দইঘাটের অনুষ্ঠানে মুখ্মন্ত্রী সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ও কলকাতা পুলিশে কমিশনার বিনীত গোয়েল।

বাংলার মুখ খবর

Latest News

চন্দ্রগ্রহণের পরে পরেই রাহুর সংযোগ! মেষ থেকে মীনের জীবনে কেমন প্রভাব পড়বে লক্ষ্য টেস্টে ফেরা, চোট সারিয়ে দলীপ ট্রফির ৩য় রাউন্ডের লড়াইয়ে সূর্যকুমার যাদব CJI চন্দ্রচূড়ের বাসভবনে গণেশ পুজোয় যাওয় নিয়ে বিতর্ক, অবশেষে মুখ খুললেন মোদী খোদ রাতের হ্যাংওভার কাটাতে সকালে খেতে হবে পেট ভরে জল! এবার প্রমাণিত গবেষণায় এড শিরানকে ঝুঁকে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখন শ্রোতা মঞ্চে রাখল… ওমরের সঙ্গে জোট বেঁধে কাশ্মীরে লড়ছে কংগ্রেস, তবে ৩৭০ ধারা নিয়ে 'নীরব' হাত শিবির পুলিশ কমিশনার বদলের কয়েক ঘণ্টার মধ্যে কলকাতায় পুলিশকর্মীকে ঘিরে ধরে মার সম্পদের দেবতা শুক্র সরে গিয়েছেন, সকলের জীবন এধার ওধার পুরো! ‘অমানুষিক কাজের চাপে মৃত্যু EY-র ২৬ বছরের তরুণীর’, শেষকৃত্যে এল না অফিসের একজনও! জুনিয়র ডাক্তারদের খলিস্তানি জঙ্গি ভিন্দ্রানওয়ালের সাথে তুলনা,বিস্ফোরক TMC সাংসদ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.