নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের আচার্য সদন অভিযানে পুলিশি হামলা। বুধবার দুপুরে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতেই চাকরিপ্রার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। টেনে হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলা হয়।
বুধবার দুপুরে নিয়োগের দাবিতে SSC-র সদর দফতর আচার্য সদন অভিযানের ডাক দিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, ২ বার ইন্টারভিউ দিলেও এখনো নিয়োগ পাননি তাঁরা। আদালত রাজ্য সরকারকে তাঁদের ব্যাপারে মানবিক হতে অনুরোধ করেছে। কিন্তু তার পরও কোনও হেলদোল নেই সরকারের। এই দাবিতে এদিন করুণাময়ী মেট্রো স্টেশনে জড়ো হন চাকরিপ্রার্থীরা। মেট্রো স্টেশন থেকে বেরোতেই তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে উর্দিধারী পুলিশ। টেনে হিঁচড়ে তাঁদের প্রিজন ভ্যানে তোলেন তাঁরা। দুপক্ষের ধস্তাধস্তিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। বন্ধ হয়ে যায় যানচলাচল। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য করুণাময়ী মোড়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
এদিন প্রিজন ভ্যানে উঠেও স্লোগান দিতে থাকেন চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের দাবি জানাতে থাকেন তাঁরা। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধেও স্লোগান তোলেন তাঁরা। বলেন, অপদার্থ, নির্লজ্জ এই কমিশনের জন্য আমরা যোগ্যতা প্রমাণ করেও চাকরি থেকে বঞ্চিত। ওদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছে ভুয়ো শিক্ষকরা।