সংসদে রঙীন বোমা নিয়ে তাণ্ডবের মূলচক্রী ললিত ঝা তৃণমূল নেতা। এই দাবি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শনিবার বাগডোগরা বিমানবন্দরে তিনি দাবি করেন, তৃণমূল ও সিপিএম দেশবিরোধী শক্তিকে মদত দেয়।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘ললিত ঝা ভাইপোর তৃণমূল যুবার নেতা। ওর সঙ্গে তৃণমূলের বহু নেতার ছবি রয়েছে। তৃণমূল – সিপিএম দেশবিরোধী শক্তিকে মদত দেয়। ওরা রাজ্যটাকে ভারতবিরোধীদের ঘাঁটিতে পরিণত করেছে।’
সংসদে হামলার ঘটনায় বৃহস্পতিবারই মূলচক্রী ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যদিও ললিতের সঙ্গে যোগাযোগ মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি, কত মানুষ ওরকম নেতাদের সঙ্গে ছবি তোলেন। নেতা সবাইকে চেনেন না কি?
ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ললিত ঝায়ের আধার কার্ড। তাতে কলকাতার রবীন্দ্র সরণির ঠিকানার উল্লেখ রয়েছে।
ওদিকে অভিযুক্ত ললিতের বাবা মায়ের দাবি, ছেলে নির্দোষ। তিনি কোচিং সেন্টারে পড়াতেন। ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে দাবি তাঁদের। সংসদে তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার রাতে আত্মসমর্পণ করেছেন ললিত ঝা। তাঁকে জেরা করে গোটা পরিকল্পনা জানার চেষ্টা করছে বিশেষ তদন্তকারী দল।