বাংলা নিউজ > কর্মখালি > IIM-এ একবছরের স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিগ্রি দেওয়া অসম্ভব, চিঠি পাঠাল কেন্দ্র

IIM-এ একবছরের স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিগ্রি দেওয়া অসম্ভব, চিঠি পাঠাল কেন্দ্র

এক বছরের স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিগ্রি দেওয়া সম্ভব নয়, IIM-কে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।

UGC-র নিয়ম মেনে এক বছরের স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিগ্রি দেওয়া সম্ভব নয়।

UGC-র নিয়ম মেনে এক বছরের স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিগ্রি দেওয়া সম্ভব নয়। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট-কে (IIM) জানিয়ে দিল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় আইন মন্ত্রকের দেওয়া বিবৃতির ভিত্তিতে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রক।

দেশের প্রথম সারির ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানগুলিকে একছত্র আধিপত্য দিতে ২০১৭ সালে পাশ হওয়া IIM আইনে ভারতের ২০টি IIM-কে ডিগ্রি দান করার অধিকার অর্পণ করে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই সময় থেকেই স্নাতকোত্তর স্তরে একবছরের ডিগ্রি কোর্স নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠানের ধারণা, তাদের এই কোর্স আয়োজন করা এবং ডিগ্রি প্রদানের অধিকার রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে আমদাবাদ ও বেঙ্গালুরুর অগ্রণী প্রতিষ্ঠানগুলি-সহ ৬-৭টি IIM একবছরের স্নাতকোত্তর ডিগ্রি কোর্স চালু করে দিয়েছে। তাদের মধ্যে কোনওটি আবার ডিগ্রি দেওয়াও শুরু করেছে।

এর মধ্যে একটি IIM-এর ডিরেক্টর জানিয়েছেন, গত শুক্রবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের থেকে একটি চিঠি পেয়েছেন। তাঁর দাবি, ‘চিঠিতে বলা হয়েছে, চার বছরের স্নাতক ডিগ্রি অর্জন করার পরেই একমাত্র একবছরের স্নাতকোত্তর কোর্স করার যোগ্যতা অর্জন করা যায়।

আর এক IIM ডিরেক্টরের দাবি, ‘একবছরের স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের অনুমতি দেওয়া হলে IIM ছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও অনুরূপ ডিগ্রি প্রদান করার অনুমোদন দাবি করবে। আসলে UGC আইনেই ডিগ্রির সংজ্ঞা দেওয়া রয়েছে।’

তৃতীয় আর এক IIM ডিরেক্টরের মতে, ‘প্রচলিত বিশ্বাস রয়েছে যে, IIM আইনে প্রতিষ্ঠানগুলিকে ডিগ্রি প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে। অবস্যই শিক্ষার মান নামানোর জন্য এই প্রতিষ্ঠানগুলি তৈরি করা হয়নি। আমরা মন্ত্রকের টচিঠ্ি ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখব।’

বন্ধ করুন