পাঁচ বিষয়ে নতুন করে তৈরি হবে পাঠ্যক্রম। এবার তার জন্য বিশেষ প্যানেলকে গড়ল এনসিইআরটি। মোট ৩৫ জনকে নিয়ে গঠিত হবে এই বিশেষ প্যানেল। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও মনোবিদ্যার পাঠ্যক্রম তৈরি করা হবে। ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত বিষয়গুলির পাঠ্যক্রম তৈরি করতেই প্যানেল গড়া হয়েছে।
(আরও পড়ুন: নিয়ম তো থাকবে, মানবিকতাও থাকুক! শিক্ষিকাদের বদলির রায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির)
সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে এনসিইআরটি। তাতে বলা হয়েছে, এই প্য়ানেলের চেয়ারম্যান মাইকেল দানিনো। তিনি আইআইটি গান্ধিনগরের অধ্যাপক। মূলত সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়গুলিই এই প্যানেলে নথিভুক্ত করা হয়েছে। প্যানেলে জাতীয় সিলেবাস ও টিচিং লার্নিং মেটেরিয়াল কমিটির (এনএসটিসি) তরফে উপস্থিত রয়েছেন ১৯ জন সদস্য। জুলাইয়ের মধ্যে বিষয়গুলির পাঠ্যক্রম ও লার্নিং মেটেরিয়াল নিশ্চিত করার কথা বলা হয়েছে। প্রতিটি বিষয়েই একটি করে কারিকুলার এরিয়া গ্রুপ তৈরি করার নির্দেশ দিয়েছে এনসিইআরটি।
(আরও পড়ুন: সিওপিডি কেন ভয়ঙ্কর হচ্ছে দিন দিন? কেন রোগটি নিয়ে এত সতর্কবার্তা WHO-র)
এরকম আরও ১১ টি কারিকুলার এরিয়া গ্রপ (ক্যাগ) তৈরি করবে এনএসটিসি। এই গ্রুপের মূল লক্ষ্য পঠনপাঠনের প্রক্রিয়া যাতে আরও সহজ করা যায়। যাতে পড়ুয়াদের মধ্যে আরও বেশি করে আগ্রহ জাগানো যায়। এই গ্রুপগুলি প্রাথমিক স্তরেও কাজ করবে বলে খবর। অর্থাৎ, তৃতীয় থেকে পঞ্চম ক্লাসের পড়ুয়াদের জন্য থাকবে এই ক্যাগ গ্রুপ। তাদের পাঠ্য়ক্রমের নানা বিষয়ের মধ্যে সামঞ্জস্য রয়েছে কি না তা দেখে শুনে উঁচু ক্লাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।
সোশ্যাল সায়েন্সের বিভিন্ন বিষয়ের কিছু কিছু অংশ একটি অপরটির আওতায় পড়ে। অর্থাৎ বিষয় আলাদা হলেও কিছু ‘কমন টপিক’ থেকে যায়। সেই টপিকগুলি যাতে পড়ুয়ারা আরও স্পষ্টভাবে বুঝতে পারে। আরও সহজভাবে সংযোগ স্থাপন করতে পারে, তারই চেষ্টা করবে ক্যাগ গ্রুপ।
কতদিনের মধ্যে এই সংক্রান্ত পুস্তিকা জমা দিতে হবে, তারও তারিখ নির্দিষ্ট করে দিয়েছে এনসিইআরটি। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ পুস্তিকা জমা দেওয়ার কথা বলা হয়েছে। ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসরণ করেই এই পদক্ষেপ এনসিইআরটি-এর। এতদিন চালু থাকা বইগুলির পাঠ্যক্রম এবার ঢেলে সাজাবে কেন্দ্রের এই সংস্থা।