ডেন্টাল সার্জরির স্নাকোত্তর স্তরে ভরতি হতে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার পরীক্ষা পিছিয়ে দিল ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস। নয়া সূচি অনুযায়ী এই পরীক্ষা এখন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১৮ মার্চ। এর আগে ৯ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল এই পরীক্ষা। এদিকে নিট এমডিএস-এ বসার জন্য পরীক্ষার্থীদের কাট-অফ ডেট হতে চলেছে ২০২৪ সালের ৩১ মার্চ। যদিও সোশ্যাল মিডিয়ায় একাধিক পড়ুয়া দাবি তুলেছে, এই পরীক্ষা যেন জুলাইতে নেওয়া হয়। এই পরীক্ষার বিষয়ে আরও বিশদে জানতে ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন পড়ুয়ারা। (আরও পড়ুন: ফ্রেশারদের এত কম বেতন কেন দেওয়া হয় TCS-এ? কারণ জানালেন আইটি সংস্থার HR প্রধান)
আরও পড়ুন: ফের আমরণ অনশন, ডিএ-র দাবিতে ২৯ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুঁশিয়ারি মঞ্চের
এদিকে কয়েকদিন আগেই ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সসের তরফ থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষা। এর আগে মার্চে হওয়ার কথা ছিল এই পরীক্ষা। তবে সেই পরীক্ষা এবার জুলাইয়ে হবে। রিপোর্ট অনুযায়ী, এর আগে ৩ মার্চ নিট পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সম্প্রতি ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস জানিয়েছে, সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার স্নাতকোত্তর পর্যায়ের পরীক্ষাটি আগামী ৭ জুলাই হতে চলেছে। আর পরীক্ষায় বসার জন্য কাট-অফ দিন ধার্য করা হয়েছে ১৫ অগস্ট।
আরও পড়ুন: বিশ্বের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান IT ব্র্যান্ড এই ভারতীয় সংস্থা, একনজরে ‘টপ ১০’
এদিকে এবারও 'ন্যাশনাল এক্সিট টেস্ট' হচ্ছে না। কবে থেকে স্নাতকোত্তর ক্ষেত্রে ভরতির জন্য নেক্সট পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। শুধু সম্প্রতি জারি হওয়া 'পোস্ট-গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন রেগুলেশনস ২০২৩'-এ জানানো হয়েছিল, যতদিন না প্রস্তাবিত 'ন্যাশনাল এক্সিট টেস্ট' চালু হচ্ছে, ততদিন স্নাতকোত্তরে ভরতির জন্য নিট পিজি নেওয়া হবে। তবে একাধিক রিপোর্টে সাম্প্রতিককালে দাবি করা হয়েছে, আগামী বছর থেকেই 'ন্যাশনাল এক্সিট টেস্ট' শুরু হতে পারে। অবশ্য, ২০২৩ সাল থেকেই শুরু হওয়ার কথা ছিল নেক্সট। তবে শেষপর্যন্ত সেটা হয়নি। বরং ২০২৫ সাল থেকে নেক্সট শুরু করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ভারতে বেতন না দেওয়ার অভিযোগ, ইউরোপে সবচেয়ে বেশি চাকরি দিল সেই IT সংস্থাই
এদিকে এর আগে ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে জানানো হয়েছে, আগামী ৫ মে অনুষ্ঠিত হবে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার স্নাতক স্তরের পরীক্ষা বা নিট ইউজি। এই পরীক্ষার মাধ্যমেই দেশের বিভিন্ন মেডিক্যল কলেজে ভরতি হতে পারবেন ডাক্তারি পড়াশোনায় ইচ্ছুক পড়ুয়ারা।