বাংলা নিউজ > কর্মখালি > Railways Jobs: পশ্চিমবঙ্গে রেলে ২,৬৮৮ শূন্যপদে নিয়োগ, শুরু আবেদন

Railways Jobs: পশ্চিমবঙ্গে রেলে ২,৬৮৮ শূন্যপদে নিয়োগ, শুরু আবেদন

শিক্ষানবীশ পদে (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেলওয়ে।(ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

অনলাইনে আবেদনের ডিরেক্ট লিঙ্ক দেখে নিন।

শিক্ষানবীশ পদে (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পূর্ব রেলওয়ে। অধিকাংশ নিয়োগই হবে পশ্চিমবঙ্গে। সর্বমোট শূন্যপদ সংখ্যা ৩,৩৬৬। আগামী ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

মোট শূন্যপদের সংখ্যা: 

সর্বমোট শূন্যপদ সংখ্যা ৩,৩৬৬ (হাওড়া ডিভিশন: ৬৫৯, শিয়ালদহ ডিভিশন: ১,১২৩, আসানসোল ডিভিশন: ৪১২, মালদহ ডিভিশন: ১০০, কাঁচরাপাড়া ওয়ার্কশপ: ১৯০। লিলুয়া ওয়ার্কশপ: ২০৪, জামালপুর ওয়ার্কশপ: ৬৭৮)।

বয়স: 

প্রার্থীদের ১৫ বছর সম্পূর্ণ করতে হবে। আবেদনের শেষদিন পর্যন্ত প্রার্থীদের বয়স ২৪-এর বেশি হতে পারবে না। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৩৪ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা: 

সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। থাকতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে। যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের উপযুক্ত National Trade Certificate থাকার প্রয়োজন আছে। 

তবে কয়েকটি পদের জন্য অষ্টম শ্রেণি পাশেই আবেদন করা যাবে। সেগুলি হল - ওয়েল্ডার (গ্যাস ও ইলেকট্রিক), শিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়্যারম্যান, কার্পেন্টার এবং পেন্টার (জেনারেল)। তবে তাঁদেরও NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে।

আবেদন ফি:

জেনারেল প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত, মহিলা এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।

আবেদন প্রক্রিয়া:

যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা RRC/ER Kolkata (www.rrcer.com)-তে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। 

অনলাইনে আবেদনের ডিরেক্ট লিঙ্ক – এখানে ক্লিক করুন

বন্ধ করুন