SSC Combined Graduate Level (CGL) ২ টায়ার পরীক্ষা ২০২৩। এবার স্টাফ সিলেকশন কমিশন এই চাকরির পরীক্ষার উত্তরসূত্র বা অ্যানসার কি প্রকাশ করেছে। প্রার্থীদের এতে সুবিধাই হবে। কোনও উত্তর নিয়ে সন্দেহ থাকলে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। তাতে কত ফি লাগবে সেটাও জেনে নিন। প্রার্থীরা কমিশনের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি দেখে নিতে পারেন। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে গোটা বিষয়টি দেখে নিতে পারেন। প্রার্থীরা এই অ্যানসার কি ডাউনলোডও করে নিতে পারেন। সেই সময়সীমাটা হল ১ নভেম্বর পর্যন্ত। সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সুযোগ পাবেন প্রার্থীরা। কোনও প্রশ্ন চ্যালেঞ্জ করতে গেলে ১০০ টাকা করে দিতে হবে। সেই সব চ্যালেঞ্জের ভিত্তিতে এসএসসি একেবারে চূড়ান্ত অ্যানসার কি ও রেজাল্ট বের করবে।
গত ২৫-২৬ ও ২৭ অক্টোবর এই পরীক্ষা হয়েছিল। সব মিলিয়ে ৮১,৭৫২জন প্রার্থী এই পরীক্ষায় পাস করেছিলেন। এই SSC CGL নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সব মিলিয়ে ৭৫০০ শূন্যপদে নিয়োগ করা হবে। গ্রুপ বি ও গ্রুপ সি পদে এই নিয়োগ হবে। ভারত সরকারের বিভিন্ন দফতরে, মন্ত্রকে এই নিয়োগ হবে। প্রথমে তাদের পরীক্ষায় পাস করতে হবে। তারপরে ইন্টারভিউতে বসতে হবে। তারপর তাঁরা চাকরি পাবেন। এবার জেনে নিন কীভাবে এই অ্যানসার কি কোনও প্রার্থী ডাউনলোড করতে পারবেন?
প্রথমেই তাঁকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ যেতে হবে।
এরপর এসএসসি কমবাইন্ড গ্র্যাজুয়েট লেবেল এক্সামিনেশন টায়ার ২ -এর ২০২৩ এর অ্যানসার কি লিঙ্কে যেতে হবে।
সেখানে গিয়ে পিডিএফের লিঙ্ক খুলে যাবে।
সেটা ডাউনলোড করা যেতে পারে।
সেখানেই অ্যানসার কি পাওয়া যাবে।
এই পরীক্ষার ক্ষেত্রে অসংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের কমপক্ষে ৩০ শতাংশ নম্বর পেতে হবে। ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য ২৫ শতাংশ নম্বর পেতে হবে। বাকি প্রার্থীদের জন্য ২০ শতাংশ নম্বর দরকার।