লখনউ সুপার জায়ান্টসের তরফে অমিত মিশ্র এবং রোহিত শর্মার একটি খুব মজার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োতে দুই খেলোয়াড়কেই তাঁদের বয়স নিয়ে হাসাহাসি করতে দেখা গিয়েছে। কথোপকথনের সময়ে অমিত মিশ্র বলেছিলেন যে, তাঁর বর্তমান বয়স ৪০ বছর (আসলে ৪১ বছর)। এতে বিস্ময় প্রকাশ করতে দেখা গিয়েছে রোহিতকে। প্রসঙ্গত, মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে ৪ উইকেটে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। এতে তাদের প্লে-অফের স্বপ্ন কার্যত তলানিতে গড়াগড়ি খাচ্ছে।
বয়স নিয়ে হাসাহাসি
লখনউয়ের ফ্র্যাঞ্চাইজির যে ভিডিয়ো শেয়ার করেছে, তাতে রোহিত শর্মাকে বলতে শোনা গিয়েছে, ‘কী ৪০? তুমি কি আমার থেকে মাত্র ৩ বছরের বড়?’ এর জবাবে অমিত মিশ্র বলেন, আসলে ৪১। এতে রোহিত শর্মা হাস্যকর ভাবে প্রতিক্রিয়া দেন, ‘আরে ইয়ার!’
আরও পড়ুন: নেতৃত্ব ফিরে পেয়েই ICC T20I Rankings-এ বড় লাফ দিলেন বাবর, সূর্য ধরে রাখলেন এক নম্বর জায়গা
রোহিত শর্মাকে প্রতিক্রিয়া দেখে অমিত মিশ্র হাসি চাপতে পারেননি। হাসতে হাসতে বলেন বলেন, ‘দেখেই নাও বন্ধু।’ তার পরে অমিত মিশ্রকে উপহাস করে রোহিতকে বলতে শোনা যায় যে, ‘তোমার যখন অভিষেক হয়েছিল, তখন আমরা ন্যাপিতে ছিলাম।’ হাসতে হাসতে অমিত বলেন, ‘এটা কি আমার দোষ?’
এর পর অমিতকে প্রশ্ন করেন হিটম্যান, ‘তোমার যখন অভিষেক হয়েছিল, তখন তোমার ২০ বছর বয়স ছিল?’ অভিজ্ঞ লেগ স্পিনার উত্তরে জানান, যখন তাঁর দেশের হয়ে অভিষেক হয়েছিল, তখন তাঁর সত্যি ২০-২১ বছর বয়স ছিল। রোহিত এর পর জানতে চান, কোন বছর অভিষেক হয়েছিল অমিত মিশ্রর? যাইহোক ভিডিয়োটি এখানেই শেষ হয়ে গিয়েছে। তবে গোটা ভিডিয়োটি প্রবল হাস্যরসে পরিপূর্ণ ছিল।
অমিত মিশ্রের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কেমন ছিল?
অমিত মিশ্র ২০০৩ সালে ওডিআই ফরম্যাটের মাধ্যমে ভারতীয় দলে প্রবেশ করেছিলেন। এর পাঁচ বছর পর ২০০৮ সালে টেস্টে অভিষেক হয় তাঁর। এবং ২০১০ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় অমিতের। তাঁর ক্রিকেট ক্যারিয়ারে, ভারতীয় দলের হয়ে তিনি মোট ৬৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৮৪টি ইনিংসে তিনি মোট ১৫৬টি উইকেট তুলে নিয়েছেন।
ভারতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে ৩৫.৭২ গড়ে ৭৬টি উইকেট নিয়েছেন অমিত মিশ্র। এছাড়াও তিনি ওডিআইয়ের ৩৪ ইনিংসে ২৩.৬২ গড়ে ৬৪টি উইকেট নিয়েছেন। এবং টি-টোয়েন্টির ১০ ইনিংসে ১৫.০০ গড়ে ১৬ উইকেট নিয়েছেন। ৪১ বছর বয়সেও আইপিএলে খেলা চালিয়ে যাচ্ছেন অমিত মিশ্র।