বিশ্বকাপের ব্যর্থতার পরে নতুন ক্যাপ্টেনের অধীনে নতুন করে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করতে মরিয়া পাকিস্তান। যদিও বিশ্বকাপ পরবর্তী অধ্যায়ে শুরুতেই তাদের লড়াই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তাও আবার অ্যাওয়ে টেস্ট সিরিজে।
এমনিতেই অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের রেকর্ড আহামরি কিছু নয়। তার উপর পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামাও হচ্ছে না শান মাসুদদের। সিরিজ শুরুর আগেই জোর ধাক্কা লাগে পাক শিবিরে। চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন তারকা স্পিনার আবরার আহমেদ।
প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হাঁটুতে চোট পান আবরার। সেই চোটই তাঁকে প্রথম টেস্ট থেকে দূরে সরিয়ে দেয়। এমনকি সিরিজের শেষ ২টি টেস্টেও তারকা লেগ-স্পিনার মাঠে নামতে পারবেন কিনা, ঘোর সংশয় দেখা দিয়েছে সেই বিষয়েও।
রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আবরার আহমেদের প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ার কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়। সঙ্গে এও জানানো হয় যে, আবরার পারথে দলের সঙ্গেই থাকবেন। বক্সিং ডে টেস্টের আগে পাক স্পিনারের চোট কতটা সেরেছে, তা খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বাকি সিরিজে তিনি মাঠে নামতে পারবেন কিনা।
পিসিবি সিরিজের শেষ ২টি টেস্টে আবরারের মাঠে নামার সম্ভাবনা এখনই উড়িয়ে দিচ্ছে না। তবে ইতিমধ্যেই তাঁর ব্যাকআপ ক্রিকেটার খুঁজে নিয়েছে তারা। আবরারের বিকল্প হিসেবে ডানহাতি অফ-স্পিনার সাজিদ খানকে ঢুকিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের টেস্ট স্কোয়াডে।
৩০ বছরের সাজিদ পাকিস্তানের হয়ে এখনও পর্যন্ত ৭টি টেস্টে মাঠে নেমেছেন। উইকেট নিয়েছেন সাকুল্যে ২২টি। আগামী ১৪ ডিসেম্বর থেকে পারথে খেলা হবে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ম্যাচ।
অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান টেস্ট সিরিজের সূচি:-
প্রথম টেস্ট: ১৪-১৮ ডিসেম্বর (পারথ)।
দ্বিতীয় টেস্ট: ২৬-৩০ ডিসেম্বর (মেলবোর্ন)।
তৃতীয় টেস্ট: ৩-৭ জানুয়ারি (সিডনি)।
অস্ট্রেলিয়া সফরের জন্য পাকিস্তানের টেস্ট দল:-
শান মাসুদ (ক্যাপ্টেন), আমির জামাল, আবদুল্লা শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলি, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ওয়াসিম, নউমান আলি, সয়িম আয়ুব, আঘা সলমন, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সউদ শাকিল, শাহিন আফ্রিদি ও সাজিদ খান।