আইপিএলে পঞ্জাবের বিপক্ষে বড় রান করেও দল জিততে পারেনি। এরই মধ্যে সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লির বিপক্ষে ঘরের মাঠে কঠিন চ্যালেঞ্জের সামনে কেকেআর। অন্যতম কারণ অবশ্যই দিল্লির ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের অন্যবদ্য ব্যাটিং। ইডেনে কদিন আগেই জস বাটলার এবং জনি বেয়ারস্টো নাইট বোলারদের শাসন করে গেছে। অস্ট্রেলিয়ান জ্যাক ফ্রেজারও যদি তেমন কিছু করে ফেলেন তাহলে প্লে অফের রাস্তা কঠিন হতে পারে, তাই ক্রিকেটারদের সতর্ক করছেন নাইট রাইডার্সের কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।
দিল্লি ম্যাচের আগে নাইটদের হেড স্যার বলছেন, প্রত্যেক দলই চায় ঘরের মাঠে খেললে একটু সুবিধা পেতে। কিন্তু এবারে কেউ সেরকম সুবিধা পাচ্ছে না। সব জায়গায় পিচ একইরকম। একমাত্র সুনীল নারিন ব্যাতিক্রম। গত ম্যাচে ৪ ওভারে এই উইকেটেই মাত্র ২৪ রান দিয়েছে।
আরও পড়ুন-IPL 2024-'প্রথম দেখায় বিরাট কোহলি বলেছিল'…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স
দলের দুই গুরুত্বপূ্র্ণ ক্রিকেটারকে নিয়ে আপডেট দিয়ে চন্দ্রকান্ত পণ্ডিত বললেন, ‘আগের থেকে মিচেল স্টার্ক সুস্থ রয়েছেন। আরেকটু সময় দিয়ে দেখি, তারপর সিদ্ধান্ত নেব। নীতিশ রানা গ্লাভস পড়া শুরু করে দিয়েছে। আগের থেকে ভালো আছে। প্লে অফে গেলে ওর সার্ভিস দলের প্রয়োজন লাগবে। প্রত্যেকটি দলই বড় রান করছে। তাই পিচ নিয়ে অভিযোগ করা উচিত নয়। সব কিছু আমাদের হাতে নেই। আমাদের হাতে যা আছে তা নিয়েই ভাবতে হবে। মরশুমের মাঝপথে কোনও কিছু নিয়ে অভিযোগ করা উচিত নয়। বোলিং নিয়েই তাই বোলারদের ফোকাস করতে বলেছি’।
কলকাতা নাইট রাইডার্সের কোচ বলছেন, ‘পঞ্জাব ম্যাচ হারলেও দল ভালো খেলছে। রেজাল্ট কিছু সময় নিজেদের দিকে থাকে না, কিন্তু দল দুরন্ত খেলেছে। ব্যাটাররা ২৬০ রান তো তুলেছে। এটাই দলের ইতিবাচক দিক। এই দল তো আর ১০০-১২০ রানে আউট হয়ে যাচ্ছে না। বড় রান করছে, এটা অবশ্যই ভালো দিক। বোলিংয়ের ক্ষেত্রে বৈচিত্র দেখালেও কিছু করার থাকছে না। বোলারদের জন্য কঠিন পরিস্থিতি। তাই বোলারদের জন্য সমবেদনা দিতেই হবে। এটা ব্যাটারদের খেলা, তাই বোলারদের পাশে দাঁড়াতেই হবে। প্রতিপক্ষ ব্যাটারদের ত্রুটির দিকগুলো দেখে স্ট্র্যাটেজি তৈরি করতে হয় বোলারদের। একদম নিখুঁত টেকনিক কাজে লাগাতে পারলে, তবেই সাফল্য আসে। তাই মার্জিন অফ এরর একদম কমিয়ে আনতে হয়। আমার দল জিততেই মাঠে নামবে’।
আরও পড়ুন-IPL 2024-‘ওভাবে বোলিং করলে তো মার খাবেই’,স্পিনারদের ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখালেন মুরলি
নাইট শিবির অবশ্য দিল্লির গোটা দলকেই সমীহ করছে। একা ম্যাকগার্ককে নিয়ে ভাবতে নারাজ নাইটরা। ম্যাচের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসা করেন পণ্ডিত। দেশের জন্য তিনি যা করেছেন তাতে কলকাতার মানুষের সমর্থন তার প্রাপ্য, বলছেন নাইট কোচ। কিন্তু কলকাতার দল সেসব নিয়ে ভাবছে না,বরং খেলাতেই মনসংযোগ করছে।