একি কাণ্ড! প্রথমে দুবাই কনসার্টে মাহিরা খানকে চিনতে পারেননি অরিজিৎ সিং। তারপর আরও এক অদ্ভুত কাণ্ড ঘটালেন! কী? ভরা মঞ্চে নখ কাটলেন ভিদা করো-র গায়ক।
দুবাই কনসার্টে কী করেছেন অরিজিৎ সিং?
এদিন অরিজিৎ সিংয়ের একটি ফ্যান পেজের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়। আর সেই ভিডিয়োতে এমন কিছু কাণ্ড করতে দেখা যায় গায়ককে যা দেখে কেউ কেউ হেসে কূলকিনারা পাচ্ছেন না। কেউ আবার রীতিমত মুগ্ধ হয়েছেন ওঁর সরলতায়। ফলে মিশ্র প্রতিক্রিয়া পেলেও নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি। কিন্তু কী করেছেন অরিজিৎ? ভরা মঞ্চে নখ কেটেছেন তিনি।
আরও পড়ুন: বাবার মৃত্যুবার্ষিকীর আগে মন খারাপ বাবিলের? ইরফান পুত্র কেন লিখলেন 'হার মানব না কখনও...'?
আরও পড়ুন: সৌরভের দাদাগিরির দিন শেষ! এবার অনির্বাণের সঞ্চালনায় আসছে সারেগামাপা লেজেন্ডস, কবে কখন দেখা যাবে?
এদিন এই পোস্ট হওয়া এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে অরিজিৎ সিং একদিকে যখন ভরা মঞ্চে মন দিয়ে হ্যাঁ গাইছেন তখন একই সঙ্গে নেল কাটার দিয়ে নখ কেটে চলেছেন।
কে কী বলছেন?
এক ব্যক্তি এই ভিডিয়ো দেখে বলেন, 'আপনার কাটা নখগুলো ভক্তদের দিয়ে দিতে পারতেন। ওঁরা ওগুলোও যত্ন করে রেখে দিতেন।' কেউ আবার বলেন, 'হায় রে! বড় বড় নখ আগে খেয়াল করেননি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'হাইজিন মেন্টেন করাও তো জরুরি নাকি!'
আরও পড়ুন: 'আমিই কেন?' শরীরে থাবা বসিয়েছিল কর্কট! ক্যানসার হয়েছে শুনেই কী মনে হয়েছিল সোনালির?
দুবাই কনসার্টে মাহিরা খানকে চিনতে পারেননি অরিজিৎ
এদিন অরিজিৎ সিংয়ের দুবাই কনসার্টে প্রথমে পাকিস্তানি অভিনেত্রী তথা শাহরুখের রইস ছবির অভিনেত্রী মাহিরা খান উপস্থিত ছিলেন। কিন্তু প্রথমে গায়ক তাঁকে চিনতে পারেননি। পরে চিনতে পেরে ক্ষমা চেয়ে নেন। অভিনেত্রীর উদ্দেশ্যে বলেন, 'আপনারা হয়ত শুনলে চমকে যাবেন। আমি কী বলব? ঠিক আছে আমি একটু অন্যভাবেই বিষয়টা তুলে ধরি। ওখানে কি কোনও ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওঁকে চেনার চেষ্টা করছিলাম, প্রথমে ঠিক বুঝতে পারিনি। তারপর মনে পড়ল, আরে ওঁর জন্যই তো আমি জালিমা গানটা গেয়েছিলাম। জালিমা গানটা গাওয়ার সময় মাহিরাও গাইছিলেন দাঁড়িয়ে। অথচ আমি চিনতে পারিনি, অত্যন্ত দুঃখিত। ম্যাম অসংখ্য ধন্যবাদ।'