Asia Cup 2023- নেপালের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। সোমবার খেলা ভারত বনাম নেপাল ম্যাচে, টিম ইন্ডিয়া ভালো পারফরম্যান্স করেছে এবং নেপালের বিরুদ্ধে একতরফাভাবে ১০ উইকেটে জিতেছে। এরফলে এশিয়া কাপ ২০২৩-এ সুপার ফোরে জায়গা করে নিয়েছে ভারত। নেপালের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার বোলার ও ব্যাটসম্যানদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। কিন্তু নেপালের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ফিল্ডিং খুবই খারাপ ছিল এবং এই ম্যাচে দলের সেরা খেলোয়াড়রা অনেকেই সহজ ক্যাচ ফেলে দিয়েছিলেন। যে কারণে ম্যাচের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে তাঁর দলের খেলোয়াড়দের উপর একটু রাগতে দেখা যায়।
আসলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা সোমবার স্বীকার করেছেন যে তাঁর দল এশিয়া কাপে এখনও পর্যন্ত তাদের সেরা ক্রিকেট খেলেনি এবং টুর্নামেন্টের সুপার ফোর পর্যায়ে তাদের উন্নতির দরকার রয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচটি ভেস্তে যায় এবং বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে সোমবার তারা নেপালকে ১০ উইকেটে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। এই ম্যাচের পরে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘এখনও আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। কয়েকজন দলে রয়েছেন যারা কয়েক মাস খেলার বাইরে ছিলেন। সুপার ফোরে এগিয়ে গেলে আত্মতুষ্টির কোনও জায়গা থাকে না।’
এদিনের ম্যাচে রোহিত শর্মা ও শুভমন গিল যথাক্রমে ৭৪ এবং ৬৭ রানে অপরাজিত থাকেন। এবং তারা ২৩ ওভারে ১৪৫ রানের সংশোধিত লক্ষ্য তাড়া করে ভারতকে অতি সহজেই জেতায়। তবে এদিনের ম্যাচের পরে পাকিস্তান ম্যাচের কথা বলেন রোহিত শর্মা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে একটু চাপের মধ্যেই ছিলাম। হার্দিক এবং ইশান আমাদের ভালো জায়গায় নিয়ে গিয়েছিল। আজ আমাদের বোলিং ঠিকঠাক ছিল, কিন্তু ফিল্ডিংটা নিম্নমানের হয়েছে।’
এরপরে নিজের খেলা প্রসঙ্গে রোহিত আরও বলেন, ‘আসলে আমি আমার নক নিয়ে খুশি নই। প্রথমে কিছুটা চাপে ছিলাম, পরে ছন্দ পেতেই আমি নিজের খেলা শুরু করি এবং দলকে এগিয়ে নিয়ে যাই।’ এরপরে রোহিত বলেন, ‘আমরা যখন এখানে এসেছিলাম তখন আমরা জানতাম আমাদের বিশ্বকাপের ১৫ দল কেমন হতে চলেছে। এশিয়া কাপে আমরা এখনও ভালো ছবি দেখতে পাইনি কারণ এখানে এখনও পর্যন্ত মাত্র দুটি ম্যাচ খেলা হয়েছে। কিন্তু সৌভাগ্যবশত আমরা প্রথম ম্যাচে ব্যাট করতে পেরেছি এবং এই ম্যাচে বোলিং করতে পেরেছি। এরফলে এটি আমাদের জন্য একটি সম্পূর্ণ খেলা হয়ে উঠেছে। তবে এটা বলতে পারি এখনও অনেক কাজ বাকি রয়েছে।’