বাংলা নিউজ > ক্রিকেট > এশিয়া কাপ > Pakistan Playing XI vs Sri Lanka: বাদ পড়লেন ফখর, লঙ্কার বিরুদ্ধে দলে পাঁচ পরিবর্তন পাকিস্তানের, আগের রাতেই টিম ঘোষণা

Pakistan Playing XI vs Sri Lanka: বাদ পড়লেন ফখর, লঙ্কার বিরুদ্ধে দলে পাঁচ পরিবর্তন পাকিস্তানের, আগের রাতেই টিম ঘোষণা

শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে পাকিস্তানকে।

নাসিম আর রউফ দলে থাকবেন না, জানাই ছিল। এছাড়া আরও তিনটি পরিবর্তন করা হয়েছে পাকিস্তান টিমে। বাদ পড়েছেন ফখর জামান, আগা সলমন এবং ফাহিম আশরাফও। বদলে দলে ঢুকেছেন মহম্মদ হ্যারিস, সাউদ শাকিল, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম এবং জামান খান।

এশিয়া কাপে পাকিস্তান তাদের শেষ সুপার ফোরের ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচ দুই দলের কাছেই সেমিফাইনাল হয়ে উঠেছে। বৃহস্পতিবার কলম্বোতে যে দল জিতবে, তারাই ফাইনালে পৌঁছবে। বৃষ্টি বাধ সাধলে, তখন অন্য সমীকরণ।

ভারতের কাছে ২২৮ রানে বিশ্রী ভাবে হারের পর মেন ইন গ্রিন কিছুটা চাপেই রয়েছে। তার উপর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান তাদের দলের প্রধান দুই তারকা পেসার নাসিম শাহ এবং হ্যারিস রাউফকে চোটের কারণে পাবে না। সব মিলিয়ে বাবর আজমদের সময়টা মোটেও ভালো যাচ্ছে না।

শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের একাদশ কী হবে, সেটা অবশ্য বুধবার রাতেই জানিয়ে দিয়েছে পাকিস্তান টিম। নাসিম আর রউফ যে দলে থাকবেন না, তা আগে থেকেই জানা ছিল। এছাড়া আরও তিনটি পরিবর্তন করা হয়েছে পাকিস্তান টিমে। বাদ পড়েছেন ফখর জামান, আগা সলমন এবং ফাহিম আশরাফও। বদলে দলে ঢুকেছেন মহম্মদ হ্যারিস, সাউদ শাকিল, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম এবং জামান খান।

আরও পড়ুন: লঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগেই খারাপ খবর পাক শিবিরে, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন নাসিম শাহ

১৭ সেপ্টেম্বর রবিবার এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে কে? এটাই এখন সবচেয়ে বড় চর্চার বিষয়। তবে এর সমীকরণ কিন্তু খুব একটা কঠিন নয়। শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচের বিজয়ী দল ফাইনালে উঠবে। তবে যদি বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচ বেস্তে যায়, তা হলে অঙ্কটা কী দাঁড়াবে?

আরও পড়ুন: লঙ্কা-পাক ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস, খেলা ভেস্তে গেলে কোন সমীকরণে ফাইনালে কোন দল উঠবে?

এই ম্যাচের জন্য কোনও সংরক্ষিত দিন নেই। বৃহস্পতিবার কলম্বোতে আবার বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বজ্রবৃষ্টি সহ বৃষ্টিপাতের ৭৩% সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে কোনও ফলাফল না হলে কী হবে তখন? সেক্ষেত্রে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে। এবং সমান পয়েন্টই থাকবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার। তখন দেখা হবে নেট রানরেট। আর সেটা হলে পাকিস্তানের কপাল পুড়বে। কারণ বাবর আজমদের (-১.৮৯২) চেয়ে ভালো নেট রান রেট (-০.২০০) রয়েছে শ্রীলঙ্কার। তাই তারা ফাইনালে উঠে যাবে।

আসলে ভারতের কাছে ২২৮ রানের বিশাল ব্যবধানে হারের পর পাকিস্তানের নেট রানরেট কমে গিয়েছে। যেটা বড় ধাক্কা হয়েছে বাবরদের জন্য। পাকিস্তান তাই চাইবে, যে কোনও পরিস্থিতিতে বৃহস্পতিবার যেন পুরো খেলাটাই হয়। খেলা না হলে লাভবান হবে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচের জন্য পাকিস্তানের একাদশ: মহম্মদ হ্যারিস, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাউদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মহম্মদ ওয়াসিম, জামান খান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন