সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে ভারতের কাছে লজ্জাজনক হারের পর, এখন সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততেই হবে পরিস্থিতি। তা না হলে ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে। ফাইনালে খেলা হবে না। এই পরিস্থিতিতে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান টিম। জানা গিয়েছে, পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গিয়েছেন নাসিম শাহ। শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলা তো দূরের কথা। পাকিস্তান ফাইনালে উঠলেও খেলতে পারবে না নাসিম শাহ।
নাসিমের মতো নির্ভরযোগ্য পেসারের দলে না থাকাটা পাকিস্তানের কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। বিশেষ করে, বিশ্বকাপের ঠিক আগে চোট পেয়ে নাসিমের ছিটকে যাওয়াটা পাকিস্তানের কাছে বড় দুঃশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। নাসিম ছিটকে যাওয়ায় জামান খানকে দলে ডেকে নেওয়া হয়েছে। জামান খান পাকিস্তানের রিজার্ভ দলে ছিলেন।
আরও পড়ুন: লঙ্কা-পাক ম্যাচেও বৃষ্টির পূর্বাভাস, খেলা ভেস্তে গেলে কোন সমীকরণে ফাইনালে কোন দল উঠবে?
বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচটি গত রবি এবং সোমবার মিলিয়ে খেলা হয়েছে। আর এই ম্যাচেই পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ চোট পান। নাসিমের আগে অবশ্য চোট পেয়েছিলেন হ্যারিস রউফ। রবিবারই রউফের পিঠের পেশিতে টান ধরায় তিনি অস্বস্তি অনুভব করেছিলেন। বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে আর সোমবার খেলানো হয়নি।এদিকে নাসিম শাহ ৪৯তম ওভারে বল করতে গিয়ে তাঁর বোলিং কাঁধে অর্থাৎ তাঁর ডান কাঁধে চোট পান। যার ফলে দু’বল করে মাঠ ছাড়েন তিনি। তাঁর সেই ওভার শেষ করেন ইফতিখর। দলের এই দুই পেসার পরে ব্যাট করতেও নামেননি। শ্রীলঙ্কা ম্যাচের আগের দিনই বুধবার জানা গিয়েছে, বাকি এশিয়া কাপের ম্যাচে আর খেলতেই পারবেন না নাসিম। তবে রউফের ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
নাসিমের চোট কতটা গুরুতর বা কী পর্যায়ে রয়েছে, সেই সম্পর্কে কিছুই জানা যায়নি। আসলে বিশ্বকাপের আগে কোনও রকম বাড়তি ঝুঁকি নিতে চাইছে না পাকিস্তান। সে কারণেই আরও জোর করে নাসিম শাহকে খেলানোর কথা তারা ভাবছেই না। পাকিস্তানের পাখির চোখ এখন একটাই , ভারতের মাটিতে বিশ্বকাপ জয়। সেই লক্ষ্য নিয়েই তারা এই দেশে আসবে। তার আগে কোনও রকম ঝুঁকিপূর্ণ কাজ পাকিস্তান টিম ম্যানেজমেন্ট করতে রাজি নয়।
এদিকে রউফের চোট থাকায় শাহনাওয়াজ দাহানিকেও শ্রীলঙ্কায় ডাকা হয়েছে। তবে রউফ এখন ছিটকে গিয়েছেন, এমন কোনও খবর জানা যায়নি। প্রসঙ্গত, দুই তরুণ পেসার দাহানি এবং জামানের পাকিস্তানের হয়ে ইতিমধ্যে অভিষেক হয়েছে। পাকিস্তান সুপার লিগে ভালো খেলার সুবাদে আন্তর্জাতিক দলে সুযোগ পেয়েছিলেন তাঁরা। যদিও নিয়মিত দলে জায়গা হয় না তাঁদের।