বাংলা নিউজ > ক্রিকেট > European Cricket League: বল ধরতে ব্যর্থ বোলার, পায়ের ফাঁক দিয়ে গলে রান-আউট ব্যাটার! ১ রানে হারল দল- ভিডিয়ো

European Cricket League: বল ধরতে ব্যর্থ বোলার, পায়ের ফাঁক দিয়ে গলে রান-আউট ব্যাটার! ১ রানে হারল দল- ভিডিয়ো

রান আউট হওয়ার মুহূর্ত। ছবি- টুইটার

ইউরোপিয়ান লিগে মজার ঘটনা। বল ধরতেই পারলেন না বোলার। কিন্তু ব্যাটার রান আউট হওয়ায় ম্যাচ জিতে নেয় তারা। আর সেই মুহূর্তের ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ক্রিকেট এবং ফুটবল খেলা নিয়ে তর্ক শুরু হলে ফুটবল সমর্থকরা বলেন বিশ্বের বেশিরভাগ দেশ এই খেলা খেলে। ক্রিকেট সেখানে তুলনামূলক কম দেশ খেলে। তবে ক্রিকেট এখন ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন ফুটবল কেন্দ্রিক দেশের মধ্যেও ছড়িয়ে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানে এই খেলার জনপ্রিয়তা দেখার মতো। সম্প্রতি ইউরোপে ক্রিকেটের একটি লিগ শুরু হয়েছে। আর সেখানকার একটি ম্যাচেই ঘটে অভাবনীয় ঘটনা। শেষ বলে ২ রান তুলতে ব্যর্থ হয় একটি দল। শুধু তাই নয় রান আউট হয়ে যান ব্যাটার। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আর তাতেই উঠেছে হাসির রোল।

ইউরোপিয়ান ক্রিকেট নিজেদের এক্স হ্যান্ডেলে একটি ম্যাচে আশ্চর্যজনক ভাবে রান আউট হওয়ার একটি ভিডিয়ো পোস্ট করে। সেই ভিডিয়ো দেখে নেটিজেনরা নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। ঘটনাটি কি তা একটু খোলসা করে বলা যাক। ইউরোপিয়ান ক্রিকেটে এশিয়ান লাতিনা এবং রয়্যাল রোমার মধ্যে একটি সিরিজ শুরু হয়েছে। সেখানে একটি ম্যাচে ১১১ রান তাড়া করতে নামে এশিয়ান লাতিনা। ১০ ওভারের এই খেলায় শেষ বলে তাদের জিততে গেলে ২ রান সংগ্রহ করতে হতো। কিন্তু সেটা তারা করতে ব্যর্থ হয়। স্ট্রাইকে থাকা ব্যাটার হাস্যকর ভাবে রান আউট হয়ে যান। এই রান আউটের একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছে ইউরোপিয়ান ক্রিকেট।

সেখানে দেখা যাচ্ছে শেষ বলে তিন রানের প্রয়োজন এশিয়ান লাতিনার। সেই সময় বোলার একটি ওয়াইড বল করেন। ফলে এক বলে ২ রানের প্রয়োজন হয় তাদের। ক্রিকেটের নিয়মে এক রান করতে পারলে ম্যাচ ড্র হবে। তবে শেষ বল ব্যাটে লাগাতে পারেননি স্টাইকে থাকা ব্যাটার। বাই রান নিতে গিয়ে হাস্যকর ভাবে রান আউট হয়ে যান তিনি। উইকেট কিপার বল ধরে বোলারের দিকে ছুঁড়ে দিলেও তিনি তা ধরতে পারেননি।

বোলারের পায়ে লেগে বল এসে লাগে উইকেটে আউট হয়ে যান ব্যাটার। এক রানে ম্যাচ জিতে নেয় বিপক্ষ দল। এই ভিডিয়ো পোস্ট করার পরে ভাইরাল হয়ে যায়। এখনও পর্যন্ত ৬.১ লক্ষ ব্যবহারকারী এই ভিডিয়ো দেখেছেন। ১৪ হাজার জন এই ভিডিয়োকে পছন্দ করেছেন। অনেক ব্যবহারকারী এই ভিডিওর নিচে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লেখেন, 'এটা অসাধারণ।' অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, 'ইউরোপিয়ান ক্রিকেট সেরা ক্রিকেট।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে

বন্ধ করুন