শুভব্রত মুখার্জি:- ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া দল। টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দাঁড়িয়ে তারা দুরন্ত কামব্যাক করে তারা। পরবর্তীতে সবকটি ম্যাচ জিতে নিজেদের ষষ্ঠ শিরোপা তারা জিতে নেয়। তাদের এই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই রয়েছে তাদের অধিনায়ক প্যাট কামিন্সের। কামিন্সের অধিনায়কত্বে শুধু ওডিআই বিশ্বকাপ নয় অজিরা অনেক গুরুত্বপূর্ণ টু্র্নামেন্টও জিতেছে তারা। আর ঠিক সেই কথার প্রতিধ্বনি যেন শোনা গিয়েছে প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেলের গলায়। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স আমার সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ান চ্যাপেল জানান, ‘কামিন্স সবসময়েই একজন ভালো অধিনায়ক হত এই বিশ্বাস আমার ছিল। পেসার অধিনায়ক হলে তাঁর সামনে বেশ কিছু সমস্যা থাকে। বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ থাকে। এই অস্ট্রেলিয়া দলে তিনি নিঃসন্দেহে এমন এক ক্রিকেটার যে অনুপ্রেরণাদায়ক। যে ক্রিকেটীয় কমনসেন্সের দ্বারা আশীর্বাদধন্য। টেস্ট অধিনায়ক হিসেবেও নিজেকে অনেক আগেই প্রমাণ করেছে। এই মুহূর্তে অধিনায়ক প্যাট কামিন্সের নেতৃত্বের বিস্তার ঘটেছে। ৫০ ওভারের ফর্ম্যাটে ক্রিকেটে ও যথেষ্ট সাফল্য পেয়েছে প্যাট কামিন্স। আমি ভেবেছিলাম প্যাট কামিন্স একজন ভালো অধিনায়ক হবে। তবে ও আমার সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে।’
তিনি আরও যোগ করে বলেন, ‘যদি এমন কোন ক্রিকেটার থেকে থাকেন যিনি কামিন্সের দ্বারা অনুপ্রাণিত হচ্ছেন না আমি বলব তাহলে সে ভুল খেলাটা খেলছে। পাশাপাশি এটাও বলতে হবে পেস বোলার হিসেবে দুরন্ত পারফরম্যান্স রয়েছে ওঁর। একজন বোলার হিসেবে ওর হৃদয় খুব বড়। এমন একজন বোলার যে বিপক্ষের সেরা সেরা ব্যাটারদের সমস্যায় ফেলে দেয়। আর এই কোয়ালিটির জন্যও একজন অনুপ্রেরণাদায়ক অধিনায়ক। অধিনায়ক হিসেবে উন্নতির একমাত্র লক্ষ্য সমস্ত কাজটা ঠিক করে করা।’