বাংলা নিউজ > ক্রিকেট > ব্যাটে-বলে দুরন্ত মুশির, ক্যাপ্টেন উদয়ের শতরানে ফের দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারতের যুব দল

ব্যাটে-বলে দুরন্ত মুশির, ক্যাপ্টেন উদয়ের শতরানে ফের দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারতের যুব দল

দক্ষিণ আফ্রিকার যুব দলকে হারাল অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। ছবি- সাউথ আফ্রিকা ক্রিকেট।

India U19 vs South Africa U19: লিগের চার ম্যাচে অপরাজিত থেকে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ফাইনালে উঠল ভারত।

প্রথম তিন ম্যাচে জয় তুলে নিয়ে ভারত আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। নিয়ম রক্ষার চতুর্থ তথা শেষ লিগ ম্যাচে তাই কম্বিনেশন নিয়ে পরীক্ষি নিরীক্ষার সুযোগ হাতছাড়া করেনি ভারতের যুব দল। তা সত্ত্বেও ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে নিজেদের শেষ লিগ ম্য়াচে প্রোটিয়াদের হারাতে বিশেষ অসুবিধা হয়নি অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের।

আয়োজক দক্ষিণ আফ্রিকার যুব দলকে হারানোর সুবাদে অপরাজিত থেকে লিগের অভিযান শেষ করে ভারত। তারা অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজের ফাইনালে কাদের বিরুদ্ধে মাঠে নামবে, তা নির্ধারিত হবে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা শেষ ম্য়াচের ফলাফলের ভিত্তিতে।

জোহানেসবার্গে নিজেদের শেষ লিগ ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ২৫৬ রান তুলে অল-আউট হয়ে যায়। ওপেন করতে নেমে স্টিভ স্টক দলের হয়ে সব থেকে বেশি ৬৯ রান করেন। ৬৬ বলের ইনিংসে তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন।

এছাড়া ডেওয়ান মরাইস ৩৬ বলে ৩২ রান করেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মারেন। ৪৮ বলে ৩২ রান করেন রিলি নর্টন। তিনি ১টি চার মারেন। ৪৬ বলে ৩১ রান করেন সিফো পটসেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ২৪ রান করেন রমাশান পিল্লাই। ক্যাপ্টেন ডেভিড টিগার করেন ২৮ বলে ১৭ রান। তিনি ১টি চার মারেন।

আরও পড়ুন:- WTC Points Table: পাকিস্তানকে চুনকাম করে ভারতের থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষস্থান ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া

ভারতের হয়ে মুশির খান ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ৩২ রানে ৩টি উইকেট নেন নমন তিওয়ারি। ১টি করে উইকেট দখল করেন মুরুগান অভিষেক ও প্রিয়াংশু মলিয়া।

ভারত এই ম্যাচে বিশ্রাম দেয় ওপেনার আদর্শ সিংকে, যিনি প্রথম ৩টি ম্যাচে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরি করেছেন। নিয়ম রক্ষার এই ম্যাচে ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন রুদ্র প্যাটেল ও ইন্নেশ মহাজন। তবে দু'জনের কেউই ব্যাট হাতে সফল হননি। রুদ্র ১ রানে আউট হন। খাতা খুলতে পারেননি ইন্নেশ।

আরও পড়ুন:- Ranji Trophy 2024: একা রিঙ্কু নন, রঞ্জির প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাতছাড়া করলেন KKR-এর বেঙ্কটেশ আইয়ারও

ভারত একসময় ৯২ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তবে ক্যাপ্টেন উদয় সাহারানের শতরানে ভর করে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি ভারতীয় যুব দলের। ৪৮.৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলে ম্যাচ জিতে যায় ভারত। অর্থাৎ, ৮ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা।

উদয় ১০টি বাউন্ডারির সাহায্যে ১৫৩ বলে ১১২ রান করে আউট হন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ৭৬ রান করে নট-আউট থাকেন প্রিয়াংশু মলিয়া। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৪১ রান করেন মুশির খান।

ক্রিকেট খবর

Latest News

'CM-র বাড়ি যাওয়ার আগে', জুনিয়র ডাক্তারদের 'কথা কাটাকাটির' অডিয়ো ফাঁস কুণালের ‘ত্রিপল গুলো একবার গুনে নেবেন’, লেখার পর পেলেন হুমকি, কিরণ লিখলেন,‘আমার কিছু…' 'সুন্দরীদের থেকে সাবধান', পড়ুয়াদের কেন এমন সতর্কবার্তা দিল চিন ‘ট্রেনের AC কোচে ঝরনার ব্যবস্থা!’ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের বাড়িতেই শরীরচর্চা করেন? সাহায্য করবে মালাইকা-কৃতির ওয়ার্ক আউটের ভিডিয়ো ২০২৬ সাল নাগাদ এয়ার ট্যাক্সি ওড়াবে DGCA, এই শহরে প্রথম চালু হবে IND vs BAN T20I সিরিজে শুভমন গিলকে বিশ্রাম দেওয়া হবে! BCCI-এর বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের প্রতি জনগণের অনাস্থার কারণ মিডিয়ার অপপ্রচার, বলেছিলেন বিনীত গোয়েল বিড়ালের মতো হাবভাব সিংহের, দেখলে চমকে যাবেন! প্রতি কিমিতে খরচ মাত্র ২ টাকা, প্রকাশ্যে এল Maruti Suzuki Swift CNG

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.