বাংলা নিউজ > বায়োস্কোপ > Chiranjeet: ‘দেব ইলেকশনের সময় বেশ সক্রিয়’, আর সায়নী? তারকা ও রাজনীতি নিয়ে কী বললেন চিরঞ্জিৎ

Chiranjeet: ‘দেব ইলেকশনের সময় বেশ সক্রিয়’, আর সায়নী? তারকা ও রাজনীতি নিয়ে কী বললেন চিরঞ্জিৎ

সায়নী-দেব-চিরঞ্জিৎ

তারকারা নিজের কেন্দ্রে সময় দেন না, এই অভিযোগ প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেন, ‘আমি তো সময় দিই, নয়ত ১৫ বছর থাকতে পারতাম না। প্রত্যেক সপ্তাহে দু'দিন কে আমি কেন্দ্রে যাই। মানে মাসে ৮দিন যাই।’ চিরঞ্জিৎ জানান, তিনি রাজনীতিতে এতটা সময় দেন সেটা আনন্দ পান বলেই। শুধুমাত্র দায়বদ্ধতার জন্য নয়।

সূর্যশেখর বন্দ্যোপাধ্যায়ের জীবনের গল্প নিয়ে আসছে ‘দাবাড়ু’। আর সূর্যশেখর বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি চরিত্রের কোচের ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। সম্প্রতি নিজের সেই চরিত্র, সহ নানান বিষয় নিয়ে কথা বলেছেন চিরঞ্জিৎ। ঠিক কী বলেছেন তিনি?

চিরঞ্জিৎ চক্রবর্তী সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের চরিত্র প্রসঙ্গে বলেন, ‘প্রথম এই ছবিতে আমার রোলটা পছন্দ ছিল না। তারপর আমি সাজেস্ট করি, যদি এইরকম করা যায়। আসলে ওরা কিছুতেই ছাড়তে চাইছিল না আমায়। তারপর শিবুকে বলি, চরিত্রে অন্য অ্যাঙ্গেল যোগ করা হয়। তাতে আমার চরিত্রে চ্যালেঞ্জিং পার্টটা এসে গিয়েছিল। একটা সময় আমি সূর্যকে ছেড়ে চলে গিয়েছিলাম। সেখানে একজনের হাতে আমি ওকে দিয়ে গিয়েছিলাম, সেই চরিত্রে রয়েছেন কৌশিক সেন। তবে কৌশিক ওকে বুঝতে পারিনি, বোঝেনি যে ও জিনিয়াস। আমি আবার ওকে এসে বলি, অর্জুনকে শিক্ষা দিতে অন্যভাবে ভাবতে হবে। যে বলে পাখি দেখছে না, শুধু পাখির চোখ দেখছে, সেটা আর কেউ বলবে না। কাছেই ওকে তুমি যে প্রসেস শেখাচ্ছো, সেটা নরম্যাল প্রসেস হতে পারে। ওকে বোঝার জন্য সেই মন, চোখ তোমার নেই। এই রকম একটা জায়গায় ক্ষিদ্দা-র (কোনি ছবি) মতো ব্যাপার আছে।’

আরও পড়ুন-'কল্যাণদাকে ও ভালোবাসে, ওর খারাপ লেগেছে', কাঞ্চনকে অপমান, গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় মুখ খুললেন শ্রীময়ী

তবে সাক্ষাৎকারে চিরঞ্জিৎ জানান, ব্যক্তিগত জীবনে তাঁর দাবার থেকে আউটডোর গেমসেই বেশি আগ্রহ। আমি একসময় ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন খেলেছি। তবে বর্তমানে ছবির সংখ্যা অনেকটাই কমিয়ে দেওয়া প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেন, 'যেমন ছবি পাই, তেমন করি। আমি কখনও কোনওদিন ছবি চাইনি।'

অভিনয়ের পাশাপাশি রাজনীতি নিয়েও মুখ খোলেন চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি জানান, রাজনীতিতে এসেছেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতে। তাঁর কথায়, ‘আমি যতবারই বলছি, এটা আমার কাজ না, কিন্তু উনি আমাকে ছাড়ছেন না।’

তারকারা নিজের কেন্দ্রে সময় দেন না, এই অভিযোগ প্রসঙ্গে চিরঞ্জিৎ বলেন, ‘আমি তো সময় দিই, নয়ত ১৫ বছর থাকতে পারতাম না। প্রত্যেক সপ্তাহে দু'দিন কে আমি কেন্দ্রে যাই। মানে মাসে ৮দিন যাই।’ চিরঞ্জিৎ জানান, তিনি রাজনীতিতে এতটা সময় দেন সেটা আনন্দ পান বলেই। শুধুমাত্র দায়বদ্ধতার জন্য নয়। তবে এরপরেও একটা কথা স্পষ্ট জানান, 'রাজনীতির থেকে সিনমাই আমার বেশি প্রিয়'। আর শেষদিন পর্যন্ত তিনি সিনেমাকেই তিনি আঁকড়ে থাকতে চান। তবে এসবের বাইরেও তিনি ছবি আঁকেন, গান করেন, লেখেন, এমনই নানানরকম কাজ করেন বলে জানান।

দলের অন্যান্য তারকা প্রার্থী, রাজনীতিবিদ সায়নী ঘোষ, দেব, জুন মালিয়াদের নিয়েও মুখ খোলেন চিরঞ্জিৎ। তাঁর বার্তা, ‘যদি রাজনীতি করো, সিরিয়াসলি করো। আমিও যেমন সময় দিয়েছি নিজের কেন্দ্রে। অ্যাটাচমেন্ট হয়ত অবশ্যই সিনেমার প্রতিই বেশি থাকবে। যেমন দেবেরও তাই থাকবে। তবে নির্বাচনের সময় ও সক্রিয়। সায়নী হয়ত দেবের মতো নামী অভিনেত্রী নন, তবে রাজনীতিতে ও সক্রিয়। আর জুন উৎসাহী, ওর মধ্যে সততা আছে। আগে বিধায়ক ছিল, সেখান থেকে ও কেন্দ্রের প্রতিনিধি হতে চলেছে। সেক্ষেত্রে যে সিনিয়ারিটির প্রয়োজন হয়, আমার মনে হয় ওর আছে।’

 

বায়োস্কোপ খবর

Latest News

আজ ভারী বৃষ্টি ৪ জেলায়, কাল আরও বর্ষণ, ৬০ কিমিতে হবে ঝড়! কতদিন স্বস্তি চলবে? আবার নতুন ভিডিয়ো ফাঁস, রাষ্ট্রপতির কাছে সন্দেশখালির ভুয়ো নির্যাতিতা? সংশয়ে রেখা ২০২৪ অক্ষয় তৃতীয়ায় কলকাতায় সোনা কেনার শুভ মুহূর্ত কখন? তিথি জানুন পঞ্জিকামতে স্কুলে যাওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত, ভারতীয় ক্রিকেটারের রহস্য ফাঁস! যুবি পাজি ধন্যবাদ- দুরন্ত ইনিংস খেলে যুবরাজ সিংকে কৃতিত্ব দিলেন অভিষেক শর্মা! সন্দেশখালির ঘটনা নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের, জমা পড়ল ভিডিয়ো সোম পর্যন্ত রোজ ৪০ বিমান বাতিল Air India Express-র, গণ ‘সিক লিভ’-এ ছাঁটাই ২৫ জন খাদ্য তালিকায় রাখুন আয়ুর্বেদিক ভেষজ, রক্ষা পাবেন হিট স্ট্রোক থেকে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, বায়ার্নকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল কোয়েলের কারণেই প্রথমবার প্রকাশ্য়ে নুরসত-পুত্র ইশানের মুখ! কার মত দেখতে হল খুদেকে

Latest IPL News

স্কুলে যাওয়ার নাম শুনলেই মাথা ব্যথা করত, ভারতীয় ক্রিকেটারের রহস্য ফাঁস! যুবি পাজি ধন্যবাদ- দুরন্ত ইনিংস খেলে যুবরাজ সিংকে কৃতিত্ব দিলেন অভিষেক শর্মা! SRK-কে দেখে শিখুন গোয়েঙ্কা! KL-কে ‘ঝাড়’ দেওয়ায় বলল নেটপাড়া, ফিরল ধোনির স্মৃতি T20 WC 2024-র পাওয়ার প্লেতেও দেখা যাবে এমন ঝোড়ো ব্যাটিং! ট্র্যাভিসের হুঙ্কার MI, KKR, RCB, CSK সকলকে পিছনে ফেলল SRH! IPL-এ নতুন ইতিহাস লিখল কামিন্সের দল ভারতে বাড়ি বানাবেন?ওয়ার্নারের দাবি,ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনে এদেশে এসে থাকবেন ব্যাটিং নিয়ে রোহিত ভাই আমাকে সাহায্য করেছে- এর ফলও পেয়েছেন, জানিয়ে দিলেন কুলদীপ কোহলি-রুতুরাজদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ট্র্যাভিস হেড, কী অবস্থা বেগুনি টুপির আমার সাফল্যের কৃতিত্ব ট্র্যাভিস হেডকে দিতেই হবে- ম্যাচের পর স্পষ্ট দাবি অভিষেকের অবিশ্বাস্য ব্যাটিং,কিছু বলার নেই- ম্যাচের পর রাহুলের দাবি,২৪০ করলেও হারত তাঁর দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.