২২ মার্চ থেকে আইপিএল শুরু হয়ে গিয়েছে। এবারের ম্যাচগুলি সব রুদ্ধশ্বাস এবং রোমাঞ্চে ভরপুর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে দলগুলির মধ্যে। এর মাঝেই জানা গেল, আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিপকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরশুমের পুরো ক্রীড়া সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে পিটিআই দাবি করেছে যে, চেন্নাইয়েই হতে চলেছে এবারের ফাইনাল। আর টুর্নামেন্টের একটি কোয়ালিফায়ার ম্যাচও অনুষ্ঠিত হবে এমএ চিদম্বরমে। আরও একটি কোয়ালিফায়ার হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। সেই সঙ্গে আর একটি এলিমিনেটরের ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে। যদিও সরকারি ভাবে এখনও কিছু জানানো হয়নি।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর ভক্তরা উচ্ছ্বসিত। আশা করা হচ্ছে যে, মহেন্দ্র সিং ধোনি তাঁর ঘরের মাঠের দর্শকদের সামনে ফাইনাল খেলবেন এবং তার পরেই আইপিএল থেকে নিজের অবসর ঘোষণা করবেন। এমএ চিদম্বরম স্টেডিয়াম বরাবরই সিএসকে-র জন্য লাকি মাঠ। তাই সুপার কিংসের সমর্থকেরা আশায় রয়েছেন, এবারও শিরোপা জিতে ধোনির শেষটা মধুরেণ সমাপয়েৎ করবে রুতুরাজ গায়কোয়াড় ব্রিগেড। এবারের আইপিএল ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ মে।
আরও পড়ুন: তুই পারবি বাডি! নার্ভাস হর্ষিতকে শেষ ওভারে যে ভাবে সাহস জোগান শ্রেয়স
বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ‘আইপিএলের গভর্নিং কাউন্সিল গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হোম ভেন্যুতে উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত করার ঐতিহ্য ধরে রেখেছে- সে ক্ষেত্রে এবার চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠকেই বেছে নেওয়া হয়েছে।’
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গিয়েছে। কিন্তু আইপিএলের বাকি সূচি ঘোষণা করা হচ্ছে না। প্রথম দফার সূচি ঘোষণা করা হয়েছিল লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশেরও আগে। ৭ এপ্রিল পর্যন্ত সেই সূচি প্রকাশ করা হয়েছিল। বাকি সূচি কবে প্রকাশ করা হবে? এই নিয়ে জল্পনার মাঝেই জানা গেল, কোয়ালিফায়ার এবং ফাইনালের ভেন্য়ু।
আরও পড়ুন: রাচিন আউট হতেই উদ্ধত ভাবে আঙুলের ইশারায় বেরিয়ে যেতে বলেন কোহলি, সঙ্গে করেন গালিগালাজ- ভিডিয়ো
শুক্রবার চিপকে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের মাধ্যমে আইপিএলের সূচনা হয়েছে। সেদিন চেন্নাইয়ে ছিল আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠক। সেখানে আইপিএলের বাকি অংশের সূচিও পাশ হয়ে গিয়েছে। সব ফ্র্যাঞ্চাইজি দলকে জানিয়েও দেওয়া হয়েছে।
তবে সেই সূচি প্রকাশ করায় দেরি করা হচ্ছে কারণ, একাধিক ছোট শহরেও হবে আইপিএলের ম্যাচ। সূচি প্রকাশিত হয়ে গেলেই সেই সমস্ত শহরের প্রায় সব হোটেল বুকিং করতে শুরু করে দেবেন ক্রিকেটপ্রেমীরা। সেক্ষেত্রে হোটেল পেতে সমস্যা হবে আইপিএলের বিভিন্ন দল এবং আয়োজকদের। সম্প্রচারকারী চ্যানেল ও অনলাইন স্ট্রিমিং করে যে দুই সংস্থা, তাদের বড়সড় একটা দল প্রত্যেক শহরে যাচ্ছে। তাঁদেরও ঘর পেতে সমস্যা হবে। সেই কারণে আগে দল ও আয়োজকদের জন্য প্রয়োজনীয় হোটেল ঘরের বন্দোবস্ত করে, তবে সূচি জানানো হবে।