কয়েকদিন আগে প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি। চলতি রঞ্জি ট্রফির 'গ্রুপ বি'র বাংলা বনাম বিহার ম্যাচে নিজের ক্রিকেট জীবনের শেষ ইনিংস খেলেন তিনি। তবে নিজের শেষ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরার পথে, তাঁকে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর সিএবির তরফ থেকে একটি সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয় মনোজের জন্য।
অনেকেই ভাবছিলেন যে আর ২২ গজে হয়তো দেখা যাবে না বাংলার এই তারকা ক্রিকেটারকে। তবে ফের তিনি নিজের অনুরাগীদের দিলেন একটি খুশির খবর। আসন্ন বেঙ্গল প্রিমিয়র লিগে খেলতে দেখা যাবে মনোজ তিওয়ারিকে। এমনটাই জানা গিয়েছে। আইপিএলের ধাঁচে সিএবি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে। নাম দেওয়া হচ্ছে বেঙ্গল প্রিমিয়র লিগ। তবে এই লিগ বাকি টুর্নামেন্টের থেকে হবে একটু আলাদা।
প্রাথমিকভাবে জানা গিয়েছে একসঙ্গে মহিলা ও পুরুষদের টি-২০ লিগ চালু করা হবে। পাশাপাশি, আরও জানা গিয়েছে যে এই টুর্নামেন্টের নকশা সাজানোর দায়িত্বে রয়েছেন টিম ইন্ডিয়া প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে হাত লাগাবেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং প্রাক্তন ক্রিকেটার ও সিএবি কর্তা সঞ্জয় দাস। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের জুন মাসে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্টের। তবে, শুধু বাংলা ক্রিকেটাররাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন।
তবে প্রথম মরশুমে বিশেষ চমক হয়ে উঠতে চলেছে বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারির খেলা। তিনি ঠিক করেছেন যে প্রথম মরশুমে তিনি খেলবেন যাতে প্রচার ভালোভাবে হয়। এমনকি এই কথাটা মনোজ ঘনিষ্ঠ মহল কেউ জানিয়েছেন বলে জানা গিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে মনোজের উপস্থিতি এই টুর্নামেন্টের আকর্ষণ বাড়িয়ে দেবে এবং সকলকেই দেখতে বাধ্য করবে। এছাড়াও জানা গিয়েছে যে ভারতীয় ক্রিকেট দলের বেশ কিছু প্রাক্তন তারকাকে অংশগ্রহণকারী দলগুলির মেন্টর করানো হবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগামী মাসে সিএবির তরফ থেকে সরকারিভাবে এই প্রসঙ্গে ঘোষণাও করে দেওয়া হবে। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন কোন প্রাক্তন ক্রিকেটারকে মেন্টর বানানোর সিদ্ধান্ত নেওয়া হয় বাংলার ক্রিকেট সংস্থার তরফ থেকে।